বৃহস্পতিবার, মে 22, 2025

গুজব: ইতালির করোনা আক্রান্ত দুইজন ডাক্তার দম্পতি শেষ চুম্বনের এক ঘন্টা পরেই মারা যান

Rumor News 

ছবিটি কোনো ভ্যালেন্টাইন ডে বা কোন

চলচ্চিত্রের এর ছবি নয় বন্ধুরা।

ছবিটি ইতালির এক বিখ্যাত হসপিটালের ছবি। এই

দুইজন হলেন ইতালির প্রথম সারির বিখ্যাত দুই

ডক্টর। এনারা সম্পর্কে স্বামী স্ত্রী।

এনারা ২০ দিন ধরে দিন রাত পরিশ্রম করে, ১৩৪

জন নোভেলা করোনা আক্রান্ত মানুষের

প্রান বাঁচিয়েছেন। কিন্তু, আসল ঘটনা খুবই

মমর্মান্তিক – ঐ ২০ দিনের মধ্যেই ওরা দুইজন

ডাক্তার দম্পতি করনায় আক্রান্ত হয়ে পড়েন।

আর মৃত্যু নিশ্চিত জেনে গতকাল ওরা পরস্পর

পরস্পরকে জড়িয়ে ধরে ভালোবাসার

শেষচুম্বনটুকু করেন। আর তার ঠিক একঘন্টার

মধ্যেই দুজনেরেই মৃত্যু ঘটে।

স্যালুট জানায় আপনাদের। মানুষের জন্য

নিজেদের জীবন কে বিলিয়ে দিলেন হাসি

মুখে।

দুনিয়া থেকে চলে গেলেন চিরতরে ঠিকই

তবে বিশ্ববাসী আপনাদের কে স্মরণ

করবে।

আপনাদের আত্মার শান্তি কামনা করি। পরপারে ভাল

থাকবেন এই কামনা নিরন্তর।। চিরবিদায় হে

অকুতোভয় মানবতার বন্ধু।

 

Orginal Story

গত ২৩ শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি যুগলকে দাঁড়িয়ে চুম্বন করতে। এই ছবিটির সত্যতা যাচাই না করেই বাংলাদেশের বিভিন্ন পেজ এবং একাউন্ট থেকে তাঁদের ডাক্তার বলে জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীকে চিকিৎসা দিচ্ছেন এবং এটিই তাঁদের শেষ মিলন। এটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন।

আসলে তাঁরা ডাক্তার নন বরং স্পেনের নাগরিক এবং স্পেনের বিমানবন্দরে তাঁদের চুম্বনরত অবস্থায় দেখা যায় এবং ছবিটি তুলেন এসোসিয়েটেড প্রেসের ফটোগ্রাফার এমিলিও মরেনাট্টি।

অরজিনাল নিউজের লিংক:

আরও পড়ুন

spot_img