সম্প্রতি “মঈন আলীর অনুরোধে জার্সি থেকে সরানো হলো মদের বিজ্ঞাপন” শীর্ষক শিরোনামের একটি তথ্য ভারতীয় গণমাধ্যমের বরাতে বাংলাদেশী মূলধারার পত্রিকাগুলোতে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্কাইভ সংস্করণ দেখুন নিচেঃ
ফ্যাক্টচেক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার মঈন আলী’র সিএসকে’র জার্সি পরিহিত যে ছবিটিকে কেন্দ্র করে দিল্লিভিত্তিক বিয়ার ব্রান্ড SNJ 10000 এর লোগো সরানোর তথ্যটি ছড়িয়েছিলো তার উৎস খুঁজে পেয়েছে টিম রিউমর স্ক্যানার।
গত ০৩ এপ্রিল তারিখে সিএসকে’র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘BTS – Lighta Cameras, Neraya Super Actions’ শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়েছিলো যেখানে ৩৭ সেকেন্ডের সময় মঈন আলীকে দেখা যায় এবং ক্যামেরা দৃষ্টিকোণের তারতম্যের কারণে মঈন আলীর জার্সির ডান হাতের লোগোটি সেখানে স্পষ্ট দেখা যায়নি।
মূলত ভিডিওটির ৩৭ সেকেন্ডের ওই স্ক্রিনশট টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে, গণমাধ্যমে মঈন আলীর জার্সির লোগো সরানোর দাবীটি ব্যাপকহারে প্রচারের পর ৫ এপ্রিল, ২০২১ তারিখে সিএসকে’র প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথ জানান ‘ মঈনের পক্ষ থেকে এমন কোনও অনুরোধ তারা পাননি’।
উল্লেখ্য, সিএসকে তাদের অফিসিয়াল টুইটার ও ফেসবুক আইডিতে গতকাল মঈন আলী ও সুরেশ রায়নার একটি ছবি প্রকাশ করেছে যেখানে মঈন আলীর জার্সির ডান হাতে এবং প্যান্টে পরিষ্কারভাবে SNJ 10000 এর লোগো দেখা যাচ্ছে।
সুতরাং, মঈন আলীর অনুরোধে সিএসকে’র জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরানোর দাবীটি সম্পূর্ণ বানোয়াট ও গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে নিলো চেন্নাই সুপার কিংস!
- Claimed By: Web Portal, Facebook Post
- Fact Check: False
[/su_box]