বরিশালে লকডাউনে পুলিশ-শ্রমিক সংঘর্ষ দাবীতে প্রচারিত ভিডিওটি পুরোনো

সম্প্রতি “লকডাউনে বরিশালে রিকশা চালকদের ওপর পুলিশের হামলা” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

২০১৮ সালের ১৯ শে এপ্রিল বরিশাল শহরে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ করা ও লাইসেন্সের দাবিতে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির নেতৃত্বে রিকশা শ্রমিক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) এর নেতাকর্মীরা আন্দোলনে নামলে পুলিশ-শ্রমিক সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এ নিয়ে তখন মূলধারার গণমাধ্যম যুগান্তরে “বরিশালে রিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়, প্রতিবেদনটি দেখুন এখানে।

১৯ এপ্রিল ২০১৮ সালে আরটিভি অনলাইন পোর্টালে “বরিশালে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

১৯ এপ্রিল ২০১৮ সালে একটি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি আপলোড করা হয়, ভিডিওটি দেখুন নিচে।

২০ এপ্রিল ২০১৮ সালে আরেকজন ইউটিউব ব্যবহারকারী একই ভিডিওটি “বরিশালে উদয়ন স্কুলের সামনে মিছিলে পুলিশের লাঠিচার্জ …” শিরোনামে আপলোড করেন, দেখুন নিচে।

মূলত ঐ দিনের পুলিশ-শ্রমিক সংঘর্ষের ভিডিওটিকে বর্তমানে লকডাউনে রিকশা চালকদের ওপর পুলিশের হামলা দাবী করে প্রচার করা হচ্ছে।

সুতরাং,”বরিশালে লকডাউনে রিকশা চালকদের ওপর পুলিশের হামলা” শীর্ষক শিরোনাম প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: লকডাউনে বরিশালে রিকশা চালকদের ওপর পুলিশের হামলা!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img