“শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনে স্লোগান দেয়া তরুণী তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিশা চৌধুরী নাতাশা।” এরকম তথ্য সম্বলিত কিছু পোস্ট এবং ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ ও গ্রুপ থেকে ভাইরাল হচ্ছে। এমন একটি পোস্ট আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
এমন আরেকটি পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক
গত ০৫ অক্টোবর শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনে স্লোগান দিয়ে দেশজুড়ে আলোচিত হওয়া তরুণীর নাম আসমানী আশা। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক। যা টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে। আসমানী আশা বাম রাজনীতি করেন বিষয়টি তার ফেসবুকে পোস্ট করেছেন এবং হুবুহু তুলে ধরা হলো-
“আমি আসমানী আশা।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক৷
আমি ২০১৩ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত আছি।
আমার বাবা সাবেক ছাত্র ইউনিয়ন নেতা৷ আমার পুরো পরিবার বাম রাজনীতির সাথে যুক্ত৷ আমি কোনো সময় অন্য কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে যুক্ত ছিলাম না৷
আমি অন্যায়ের সাথে কখনও আপোষ করি নি আর করবও না।
#বাঁধা_দিয়ে_আন্দোলন_বন্ধ_করা_যাবে_না
#হুমকী_দিয়ে_আন্দোলন_বন্ধ_করা_যাবে_না”
তার করা ফেসবুক পোস্টটি দেখুন এখানে
মূলত, স্লোগানের ভিডিওটি এডিট করে ভিডিওটির একপাশে নাতাশা’র ছবি বসিয়ে ভিডিওর ব্যক্তিটি ছাত্রদল নেত্রী নাতাশা বলে গুজব ছড়ানো হচ্ছে ।
অর্থাৎ, “শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনে স্লোগান দিয়ে দেশজুড়ে আলোচিত তরুণী ছাত্রদল নেত্রী” দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
[su_box title=”True or False?” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনে স্লোগান দেয়া তরুণী তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিশা চৌধুরী নাতাশা
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]