যা ভাইরাল হয়েছেঃ
কিন্তু আসল তথ্য
চট্টগ্রামের টাইগারপাস মোড়ে করোনা আক্রান্ত ব্যক্তির লাশ উদ্ধার !
বিষয়টি আংশিক গুজব এবং বানোয়াট !
আজ সকালে চট্টগ্রামের টাইগারপাস মোড়ে একটি মৃত ব্যক্তির লাশ পাওয়া গেলে অনেকেই সেটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ” করোনা আক্রান্ত আরেকজন রোগীর লাশ পাওয়া গেছে ” এই হেডলাইনে ভাইরাল করা শুরু করে । রুমোর স্ক্যানার টিম বিষয়টির সত্যতা নিশ্চিত করতে কাজ শুরু করে এবং মৃত ব্যক্তিটির পরিচয় জানতে পারে ( মোঃ সেলিম উদ্দিন ) । মোঃ সেলিমের ভাতিজা মোঃ রায়হানের নিকট থেকে এটি নিশ্চিত হওয়া গেছে ওনার লাশ হাসপাতালে নেয়ার পর জানা যায় তিনি হৃদরোগে মারা গেছেন । টাইগারপাস মোড়ে রাস্তায় লাশ পাওয়া গেছে এটি সম্পূর্ণ সত্য হলেও তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এটি সত্য নয়। অর্থাৎ বিষয়টি আংশিক গুজব ।
এই খবর নিয়ে বাংলা নিউজের প্রকাশিত প্রতিবেদন