“বোনকে ধর্ষন করায় ধর্ষকের মাথা কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো বড় ভাই ” এরকম কিছু শিরোনাম ব্যবহার করে একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ এবং গ্রুপ থেকে ভাইরাল করা হচ্ছে। ভাইরাল হওয়া এমন একটি পোস্ট দেখুন এখানে৷
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কর্ণাটকের মান্দ্যা জেলায় পশুপতি নামের ভিডিওর এই যুবক তার বন্ধু গিরিশের মাথা কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পশুপতির মায়ের সম্পর্কে বাজে মন্তব্য করার কারণেই গিরিশের মাথা কেটেছিলেন এবং পরে পশুপতি নিজেই কাটা মাথা হাতে মালাভাল্লি থানায় এসে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছিলো রাজ্য পুলিশ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে শীর্ষ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য পত্রিকাতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেনদটি দেখুন এখানে৷
অর্থাৎ , ” বোনকে ধর্ষণ করায় ধর্ষকের মাথা কেটে থানায় হাজির বড় ভাই ” এই শিরোনামে ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর এবং গুজব।
[su_box title= box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বোনকে ধর্ষন করার পর ধর্ষকের মাথা কেটে পুলিশের হাতে আত্নসমর্পন করল ভাই
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]