গুজব: কালোজিরা খেলে চলে যাবে করোনা ভাইরাস

False News

Valid News

থানকুনি পাতার পর এবার করোনা ভাইরাস ইস্যুতে নতুন গুজব। লং,কালোজিরা, আদা এবং গোলমরিচ একসাথে মিশিয়ে খেলে করোনা আক্রান্ত রোগী সুস্থ হবে যা আজকে জন্মগ্রহন করে আজকেই মারা যাওয়ার পূর্বে এক শিশু বলে গেছে, ঘটনাটি গাইবান্ধা জেলার রাজবাড়ীতে ঘটেছে বলে একটি আইডি থেকে পোষ্ট হয়ে ভাইরাল হয়ে যায় । আমাদের পর্যালোচনায় বিষয়টি পুরোপুরি গুজব এবং ভিত্তিহীন এবং এলাকাবাসীর নিকট খোজ নিয়ে এমন কোনো বাচ্চা জন্মগ্রহনের পর কথা বলার বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন

spot_img