False News
Valid News
রাশিয়ার প্রেসিডেন্টের সিংহ কান্ড গুজবের পর এবার কেনিয়ার চার্চের পাস্তর নিয়ে ফেক নিউজ ভাইরাল হয়েছে। চার্চের পাস্তর করোনা প্রতিরোধে তার অনুসারীদের ডেটল খাওয়ানোর ফলে ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত সংবাদটি গুজব এবং ভিত্তিহীন। উল্লেখ্য যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ১৫ ডিসেম্বর ২০১৬ সালের দক্ষিন আফ্রিকার এক ভন্ড ধর্মগুরু কর্তৃক তার অনুসারীদের অলৌকিক চিকিৎসা বলে তরল ডেটল পানের ছবি। সকল প্রমানের লিংক পোস্টে দেওয়া হলো।
Orginal News Link:- False Prophet Makes Ill Victims Drink Disinfectant for Miracle Healing
Discussion about this post