False News

Origin Story
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রাস্তায় টাকা ছিটানোর ছবি দিয়ে বলা হচ্ছে ইতালির রাস্তায় টাকা ছড়িয়ে তারা ইতালিয়ানদের বুঝিয়েছে টাকা থাকলেই কিছু হয় না। টাকা থাকা সত্ত্বেও করোনা থেকে মুক্তি পাচ্ছে না, তাই তারা এভাবে রাস্তায় টাকা ফেলে দিচ্ছে এবং সেগুলো নেওয়ার মতও কেউ নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। এই ছবিটি মূলত ভেনিজুয়েলার মুদ্রাস্ফীতির সময়ের ছবি। যেটা আবেগী ক্যাপশন দিয়ে ইতালির বলে ছড়ানো হচ্ছে। বিস্তারিত সকল সোর্স লিংক করা হলো।
অরজিনাল সোর্স: The Snopes