করোনা ভাইরাস তৈরি করায় মার্কিন বিজ্ঞানী গ্রেফতারের বিষয়টি গুজব

যা ভাইরাল হচ্ছে 

 

কিন্তু আসল তথ্য 

View Official FBI Statement Click Here

করোনা ভাইরাস তৈরিতে চীনের সাথে কাজ করায় মার্কিন বিজ্ঞানী গ্রেফতার ! 

এই খবরটি সম্পূর্ণ গুজব !

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল মার্কিন গোয়েন্দা সংস্থা ( FBI ) এর একজন এটর্নির বক্তব্য ভাইরাল হয় যেখানে মার্কিন রসায়নবিদ এবং ন্যানোসায়েন্টিস্ট চার্লস লাইবারকে গ্রেফতারের প্রেস রিলিজ চলছিলো ।

” চার্লস লাইবারকে FBI করোনা ভাইরাস তৈরিতে চীনের সাথে মিলিতভাবে কাজ করার অপরাধে গ্রেফতার করেছে ” এমন হেডলাইনে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে । 

মূলত চীনা অর্থায়ন গোপন করার অভিযোগে চার্লস লাইবারকে গত ২৮ জানুয়ারি মার্কিন গোয়েন্দা সংস্থা ( FBI ) গ্রেফতার করেন এবং এই ভিডিওটিও সেদিন ই প্রথম প্রকাশিত হয়। 

এবং চার্লস লাইবারের বিরুদ্ধে করোনা ভাইরাস তৈরির কোনো অভিযোগ ও ছিলোনা ।

অর্থাৎ বিষয়টি সম্পূর্ণ গুজব ।

আরও পড়ুন

spot_img