Home Blog Page 932

Fake News: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল

0

“ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল” এরকম শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে এবং কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টালেও তথ্যটি প্রকাশিত হয় ।

মূল ঘটনা : আওয়ামীলীগের দুই নেতার হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন দাবী করে যে ছবিটি ভাইরাল করা হচ্ছে সে ছবিটি এখনকার নয়, মূলত এটি প্রায় আড়াই বছর আগের ছবি যখন সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা নির্বাচিত হন ।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের কোন প্রার্থী এখনো চূড়ান্ত হয় নি বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক দায়িত্বশীল সূত্র।

অর্থাৎ, সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন প্রাপ্তির সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব ।

 

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fact-Check: ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

1

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা – মেয়ের হৃদয়বিদারক একটি আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বাবা-মেয়ে দুইজনকেই মৃত বলে বিভিন্ন গ্রুপ, পেজ ও দায়িত্বশীল ব্যক্তির আইডি থেকে দাবী করা হচ্ছে ।

মূল ঘটনা : ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের ৮ জন নিহতের ঘটনায় শিশুকে কোলে নিয়ে মাটিতে শুয়ে থাকা লোকটি(বাবা) জীবিত আছেন যা সংযুক্ত ছবির দ্বারা প্রমাণিত। পাশাপাশি Rumor Scanner টিম ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

জীবিত বাবা

অর্থাৎ, ফুলপুরের মাইক্রোবাস দুর্ঘটনায় ভাইরাল ছবির মেয়েটি মারা গেছেন এবং বাবা জীবিত আছেন এবং শিরোনামের বিষয়টি গুজব ।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: Partly True

[/su_box]

Fake News: করোনা আক্রান্ত হলেন বাবরি মসজিদ মামলার রায় দেওয়া বিচারপতি

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও রাজ্যসভা সদস্য রঞ্জন গগৈ করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন এমন খবর প্রকাশ করে বাংলাদেশের বেশ মূলধারার সংবাদমাধ্যম। সেখানে সূত্র হিসেবে ভারতীয় গণমাধ্যমের নাম উল্লেখ করা হয়। সংবাদপ্রতিদিন নামক ভারতীয় অনলাইন পোর্টালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলেও পরবর্তীতে তারা একই প্রতিবেদনের শিরোনাম বদলে ফেলে।

“বার অ্যান বেঞ্চ” তাঁদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এ বিষয়ে নিশ্চিত করেছেন যে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সত্যি নয়। তাছাড়া ওয়ানইন্ডিয়াকে তার পরিবার জানিয়েছেন, রঞ্জন গগৈ সুস্থ আছেন। জি নিউজ ইন্ডিয়াও তার আক্রান্ত হওয়ার খবরটি গুজব চিহ্নিত করে প্রতিবেদন করেছে।

অর্থাৎ সাবেক বিচারপতি রঞ্জন গগৈ এর করোনা আক্রান্ত হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: করোনা আক্রান্ত হলেন বাবরি মসজিদ মামলার রায় দেওয়া বিচারপতি
  • Claimed By: News Portal
  • Fact Check: False

[/su_box]

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গেজেট জারির নামে গুজব

0

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে HSC পাস মেম্বার পদে SSC পাস গেজেট স্বাক্ষরিত হয়েছে

শিরোনামের বিষয়টি সম্পূর্ণ গুজব

ডিবিসি নিউজকে সূত্র উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ এই বিষয়টি ভাইরাল হয়েছে এবং ভাইরাল পোস্টগুলোতে দাবী করা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে SSC এবং HSC পাস ব্যতীত কেউ প্রার্থী হতে পারবেনা এমন গেজেট পাস করা হয়েছে । তবে, বিষয়টি সম্পূর্ণ গুজব ।

বিষয়টি নিয়ে অনুসন্ধান করে আমরা নিশ্চিত হয়েছি ‘ সম্প্রতি এমন কোনো গেজেট পাস করা হয়নি এবং ডিবিসি নিউজ থেকেও এমন প্রতিবেদন প্রকাশ করা হয়নি ‘ ।

মূল ঘটনা: ভাইরাল হওয়া গুজবটি আজ ব্যাপকভাবে প্রচারিত হলেও এটি কোনো নতুন গুজব নয় ! ২০১৯ সালেও কিছু ভূয়া ফেসবুক পেজ ও আইডি থেকে একই শিরোনামে বিষয়টি ভাইরাল হয়েছিলো এবং তথ্য অধিদপ্তর থেকে প্রেসনোট জারি করে বিষয়টিকে গুজব চিহ্নিত করা হয়েছিলো ।

অর্থাৎ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ গুজব । এই গুজব নিয়ে তথ্য অধিদফতরের প্রেস রিলিজ

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে HSC পাস মেম্বার পদে SSC পাস গেজেট স্বাক্ষরিত হয়েছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fact-Check: ১৩ ঘন্টা পানির নিচে থাকা ব্যক্তিটি পুলিশ সদস্য

0

গতকাল সদরঘাটে লঞ্চ ডুবির ঘটনায় ১৩ ঘন্টা পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি সুমন বেপারিকে পুলিশ সদস্য দাবি করে বিষয়টি ভাইরাল করা হয়।

যেখানে উদ্ধারকার্যে উপস্থিত এক পুলিশ সদস্যের সাথে চেহারার সাদৃশ্য থাকায় অনেকে দাবি করেন যে, উদ্ধার হওয়া সুমন ব্যাপারী ই সেই নৌকার উপরে থাকা পুলিশ ।

তবে বিষয়টি সত্য নয় এবং দুইজন আলাদা ব্যক্তি ।

নৌকার উপরে দাঁড়ানো ভাইরাল ছবিটি নিয়ে অনুসন্ধান করে আমরা ব্যক্তিটির আসল পরিচয় জানতে পারি , তার আসল নাম মোঃ আক্কাস এবং তিনি নৌ পুলিশের একজন এএসআই ।

ঢাকা জোনের নৌ পুলিশ সুপার ফরিদুল ইসলাম নিজেও ব্যক্তিটির পরিচয় সম্পর্কে আজ বিভিন্ন গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

অর্থাৎ, উদ্ধার হওয়া ব্যক্তি (সুমন) এবং উদ্ধারকার্যে দায়িত্ব পালন করা সেই নৌ পুলিশ কর্মকর্তা (আক্কাস) আলাদা ব্যক্তি এবং শিরোনামে উল্লেখিত দাবিটি সম্পূর্ণ গুজব ।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ১৩ ঘন্টা পানির নিচে থাকা ব্যক্তিটি পুলিশ সদস্য
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fact-Check: মাশরাফির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে

0

মাশরাফির করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে বলে ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া এ বিষয়টির সূত্র হিসেবে সময় টিভিকে দেখানো হলেও সময় টিভিতে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ।

উপরোক্ত বিষয়টি নিয়ে আমরা মাশরাফির পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান ” মাশরাফি সুস্থ আছেন তবে দ্বিতীয়বার পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসার বিষয়টি সত্য নয়” ।

উল্লেখ্য, মাশরাফির শারীরিক অবস্থার অবনতি নিয়ে পূর্বেই এধরণের গুজব ছড়ানো হয়েছিলো ।

অর্থাৎ ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ গুজব।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মাশরাফির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fact-Check: ছবির এই জালিমের বাচ্চা কেরালায় গর্ভবতী হাতিকে হত্যা করেছে

ভারতের কেরালায় গর্ভবতী হাতি হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিগত দুইদিন যাবত এই যুবকটির ছবি ব্যবহার করে নতুন আরেকটি বিষয় ভাইরাল হচ্ছে ।

যেখানে দাবি করা হচ্ছে ” এই সেই জালিম যে হাতিটিকে আনারসের মধ্যে বোম দিয়ে হত্যা করেছে ”

তবে, যুবকটিকে জরিয়ে ভাইরাল হওয়া দাবিটি পুরোপুরি মিথ্যা এবং গুজব ।

ছবিতে যে যুবকটিকে দেখতে পাচ্ছেন তার নাম মধু, সে মূলত ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি চুরির অপবাদে কেরেলা’তেই গণপিটুনিতে মারা গেছেন এবং ছবিটিও গণপিটুনির সময়কার ।

শুধুমাত্র কিছু লাইক, কমেন্ট বা শেয়ারের আশায় এমন ঘৃন্যতম অপবাদের বিষয় ভাইরাল করা সত্যিই অকল্পনীয় ।

অর্থাৎ এই যুবক ই সেই হাতিটিকে মেরেছে এই দাবিটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ছবির এই জালিমের বাচ্চা কেরালায় গর্ভবতী হাতিকে হত্যা করেছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fact-Check: ঘূর্ণিঝড় আম্ফানে বাংলাদেশের রাস্তার অবস্থা

0

মূল ঘটনা : উল্লেখিত বা ভাইরাল ছবিটি ঘূর্ণিঝড় আম্ফানের সময়কার নয়।

পাশাপাশি এটি বাংলাদেশের ও নয়।

এটি মূলত ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়ার কোনো অঞ্চলের ২০১৯ সালের ছবি যা পূর্বেই ২০১৯ সালের ডিসেম্বর মাসে ভাইরাল হয়েছিলো।

তবে প্রথম আপলোডের তারিখ সম্পর্কে এখনো নিশ্চিত না হওয়া গেলেও প্রায় প্রতিটি পেজ থেকেই এটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিলো ।

তবে আজ, কিছু ফেসবুক গ্রুপে এটি বাংলাদেশের সুন্দরবনের ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী অবস্থা বলে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ন অসত্য এবং গুজব ।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ঘূর্ণিঝড় আম্ফানে বাংলাদেশের রাস্তার অবস্থা
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fake News: বাতিল হতে পারে HSC পরীক্ষা, SSC অনুযায়ী দেয়া হবে জিপিএ

0

আজ বিকেলে ইন্ডিপেনডেন্ট টিভির একটি হেডলাইনকে কেন্দ্র করে ভাইরাল হয় এই বিষয়টি, যেখানে দাবী করা হয় ” বাতিল হতে পারে HSC পরীক্ষা এবং SSC অনুযায়ী জিপিএ দেয়া হবে ” ।

তবে, ভাইরাল হওয়া এই দাবীটি সম্পূর্ণ গুজব । মূলত ইন্ডিপেনডেন্ট টিভির একটি ভিন্ন হেডলাইন এডিট করে এই ভূয়া দাবীটির উৎপত্তি হয়।

সঠিক তথ্য হলো : HSC পরীক্ষা বাতিলের বিষয়ে শিক্ষামন্ত্রনালয় থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এবং কোনো গনমাধ্যমেও এই ভূয়া নিউজ সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি ।

অর্থাৎ, ফেসবুকে ভাইরাল হওয়া HSC বাতিল নিয়ে এই দাবি টি সম্পূর্ণ গুজব ।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বাতিল হতে পারে HSC পরীক্ষা, SSC অনুযায়ী দেয়া হবে জিপিএ
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fake News: অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

0

কিছুক্ষণ পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন এই মর্মে কিছু পোস্ট ভাইরাল হয় ।

তবে বিষয়টি সম্পূর্ণ গুজব ।

তার মৃত্যুর সংবাদ যাচাইয়ের জন্য আমরা শিল্পী সমিতির সাথে যোগাযোগ করি এবং তারা তার সুস্থতার বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন ।

উল্লেখিত, গত দুই বছরে প্রায় ৩ বার এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়িয়েছিলো ।

সর্বশেষ, অভিনেতা এটিএম শামসুজ্জামান সুস্থ আছেন এবং কিছুক্ষণ আগে ছড়ানো তার মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ গুজব ।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]