শনিবার, মে 24, 2025

বলিউড অভিনেতা রাজপাল যাদবের সাথে এই ব্যক্তি শাকিব খান নয়

সম্প্রতি, বলিউড অভিনেতা রাজপাল যাদবের সাথে এই ব্যক্তি শাকিব খান শীর্ষক একটি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটিতে বলিউড অভিনেতা রাজপাল যাদবের সাথে বাংলাদেশের নায়ক শাকিব খান থাকার দাবিটি সত্য নয় বরং উক্ত ছবিতে রাজপাল যাদবের সাথে বলিউড অভিনেতা অভিষেক ব্যানার্জী ছিলেন।

অনুসন্ধানের মাধ্যমে বলিউড অভিনেতা রাজপাল যাদবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ৪ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়।

Screenshot from Rumor Scanner

ভিডিওতে থাকা ক্যাপশন, হ্যাশট্যাগ এবং ট্যাগ থেকে জানা যায় রাজপাল যাদবের অপর পাশে বলিউড অভিনেতা অভিষেক ব্যানার্জী ছিলেন।

এছাড়া অভিষেক ব্যানার্জীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ৪ অক্টোবর প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। তিনি রাজপালের ভিডিওটিই শেয়ার করেছেন।

Screenshot from Instagram

মূলত, সম্প্রতি ইন্টারনেটে একটি ছবি প্রচার করে বলিউড অভিনেতা রাজপাল যাদবের সাথে বাংলাদেশি অভিনেতা শাকিব খান থাকার দাবিতে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিতে প্রচারিত ছবিতে রাজপাল যাদবের সাথে শাকিব খান ছিলেন না। প্রকৃতপক্ষে সেই ছবিতে অপর বলিউড অভিনেতা অভিষেক ব্যানার্জী ছিলেন।

সুতরাং, বলিউড অভিনেতা রাজপাল যাদব এবং অভিষেক ব্যানার্জী করা একটি ভিডিও থেকে একটি মূহুর্তের দৃশ্য স্ক্রীনশট নিয়ে সেখানে শাকিব খান উপস্থিত ছিলেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img