সম্প্রতি, “BTS FIFA World Cup 2022 song” শীর্ষক শিরোনামে শীর্ষক শিরোনামে একটি মিউজিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কাতার বিশ্বকাপে বিটিএসের গান শিরোনামের ভিডিওটি সত্য নয় বরং বিটিএসের পুরোনো পারফর্মেন্স ভিডিওকে এডিট করে বিভিন্ন গান যুক্ত করে বিকৃত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দক্ষিণ কোরিয়ার মিউজিক বিষয়ক টেলিভিশন চ্যানেল Mnet k-pop-এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৬ ডিসেম্বর প্রকাশিত “ #2020MAMA #MAMA #MnetAsianMusicAwards।[2020 MAMA] BTS_ON | Mnet 201206 방송” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৫ মিনিট ১৩ সেকেন্ডের সাথে আলোচিত ভিডিওর ০৭ সেকেন্ডের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি বিষয়ক অনলাইন পোর্টাল Soompi এর ওয়েবসাইটে ২০২০ সালের ৬ ডিসেম্বর প্রকাশিত BTS Achieves “Daesang Sweep” At 2020 Mnet Asian Music Awards For Second Year In A Rowশিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায় যে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে কে-পপ গ্রুপ গুলোর রেকর্ডেড পারফর্মেন্স প্রচার করা হয় Mnet Asia Music Award-2020 সংক্ষেপে MAMA-2020 অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে বিটিএস তাদের On গানটিতে পারফর্ম করে।

এছাড়াও, বিটিএস এর কোম্পানি HYBE LABEL এর ইউটিউব চ্যানেল থেকে ২০২০ সালের ২১ তারিখ প্রকাশিত (방탄소년단) ‘ON’ Kinetic Manifesto Film : Come Prima শিরোনামে গানটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, বিটিএসের ভিডিওটি তাদের ‘ON’ গানের ভিডিও।
মূলত, ২০২০ সালে কোরিয়ান মিউজিক বিষয়ক টেলিভিশন চ্যানেল Mnet-এর এ্যাওয়ার্ড প্রোগ্রাম MAMA- তে বিটিএস তাদের ‘MAP OF THE SOUL:7 এলবামের প্রি-রিলিজ সিংগেল ‘ON’ গানে পারফর্ম করে। স্টেডিয়ামে ধারণ করা ON গানের ভিডিওতে ভিন্ন ভিন্ন গান যুক্ত করে বিটিএস এর কাতার বিশ্বকাপ-২০২২ এর গানের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী গণমাধ্যমকে বাংলাদেশে ২০২৩ সালের প্রথমভাগে বিটিএস ব্যান্ডের আসার সম্ভাবনা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে বিটিএস কর্তৃক কাতার বিশ্বকাপে্র থিম সং গাওয়ার গুজব ছড়িয়ে পড়লে তা মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, বিটিএসের পুরনো গানের ভিডিওর সাথে বিভিন্ন গান যুক্ত করে কাতার বিশকাপ-২০২২ এর গান দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Mnet k-pop: #mnetasianmusicawards – YouTube
Soompi: BTS Achieves “Daesang Sweep” At 2020 Mnet Asian Music Awards For Second Year In A Row | Soompi
HYBE LABEL: BTS (방탄소년단) ‘ON’ Kinetic Manifesto Film : Come Prima