সম্প্রতি একটি স্বর্ণের দোকান ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজধানীতে দিনে দুপুরে স্বর্নের দোকান ডাকাতি। নুনুসের সংস্কার চলছে। লক্ষ লক্ষ কোটী টাকার স্বর্ন হারিয়ে স্বর্ন দোকানী এখন গ্রামীন ব্যাংকের কিস্তি নিয়ে সংসার চালাতে হবে। এটাই সংস্কার।’
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যের।

সম্প্রতি একটি স্বর্ণের দোকান ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজধানীতে দিনে দুপুরে স্বর্নের দোকান ডাকাতি। নুনুসের সংস্কার চলছে। লক্ষ লক্ষ কোটী টাকার স্বর্ন হারিয়ে স্বর্ন দোকানী এখন গ্রামীন ব্যাংকের কিস্তি নিয়ে সংসার চালাতে হবে। এটাই সংস্কার।’
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যের।

এছাড়াও, অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’, ‘লোকমাত টাইমস’সহ, একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। এসব প্রতিবেদনে আলোচিত ডাকাতির দৃশ্যের সংযুক্তিও পাওয়া যায়। প্রতিবেদনের তথ্যমতে, গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে পাঞ্জাবের জলন্ধরে তিনজন মুখোশধারী ব্যক্তি একটি জুয়েলারি দোকানে ডাকাতি চালায়। ঘটনাটি সকাল প্রায় ১১টার দিকে ভার্গব ক্যাম্প এলাকায় ঘটে এবং দোকানের সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়ে।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভারতের।
সুতরাং, ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যকে ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Tribune – Jeweller robbed at gunpoint in Bhargo Camp in Jalandhar
- Hindustan Times – Masked men rob jewellery shop in Jalandhar’s Bhargav Camp area
Lokmat Times – Punjab Crime: Three Armed Men Rob Jalandhar Jewellery Store, Incident Caught on CCTV (Watch Video)





