দেশে সম্প্রতি প্রকাশ্যে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে কলম্বিয়ার শুটিংয়ের ভিডিও প্রচার

সম্প্রতি, বাংলাদেশে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে কয়েকজনকে গুলি করে হত্যার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে একটি রেস্টুরেন্টে ঢুকে কয়েকজনকে গুলি করে হত্যা করেন। পরবর্তীতে আবার একই মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। এছাড়াও উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি আসলও নয়। প্রকৃতপক্ষে, Luminal barrios নামের একটি কলম্বিয়ান কনটেন্ট তৈরিকারী প্রতিষ্ঠানের স্ক্রিপ্টেড ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে Luminal barrios নামের একটি ফেসবুক পেজে গত ১৫ অক্টোবর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টটিতে উল্লেখ করা হয়, এটি কলম্বিয়ার ভিডিও। এছাড়াও ভিডিওতে থাকা টেক্সট ভাষান্তরের মাধ্যমে জানা যায়, এটি একটি সিরিজের দৃশ্য।

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে উক্ত পেজটি পর্যালোচনা করে একই ঘটনার একাধিক কোণ থেকে ধারণ করা ভিন্ন ভিন্ন ভিডিও পেজটিতে খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো দেখুন এখানে এবং এখানে। 

Collage by Rumor Scanner 

ভিডিওগুলোতে দেখা মোটরসাইকেলে আসা ব্যক্তিরা রেস্টুরেন্টে বসে থাকা মানুষদের বাস্তবে গুলি করেন না। তারা শুধু পিস্তল উচিয়ে গুলি করার অভিনয় করেন। তারা চলে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়া নারী ও পুরুষরা ওঠে যান। একই ভিডিওগুলো পেজটিতে টেক্সট যুক্ত করেও প্রচার করতে দেখা যায়। যার মধ্যে একটি ভিডিওতে বলা হয়, এটি infierno en el paraíso নামের একটি সিরিজের শুটিংয়ের দৃশ্য। ভিডিওতে দেখতে পাওয়া সকলেই অভিনেতা ও অভিনেত্রী।

Luminal barrios নামের পেজটি পর্যালোচনা করে পরবর্তীতে infierno en el paraíso নামের সিরিজটির ট্রেইলার টিজারের সন্ধানও পাওয়া যায়। যেখানে আলোচিত ভিডিওর মতো একটি দৃশ্যও দেখতে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়, বরং একটি সিরিজের শুটিংয়ের দৃশ্য। অর্থাৎ, এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও।

পরবর্তীতে Luminal barrios নামের পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি কলম্বিয়াভিত্তিক একটি প্রযোজনা সংস্থা। যারা ফিল্ম কনটেন্ট তৈরি করে থাকে। উক্ত কনটেন্ট ব্যতিতও পেজটিতে একাধিক এমন ভিডিওর সন্ধান পাওয়া যায়।

সুতরাং, বাংলাদেশে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা দৃশ্য দাবিতে কলম্বিয়ার একটি ক্রাইম সিরিজের শুটিংয়ের স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Luminal barrios Facebook Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img