সম্প্রতি অনলাইনে একটি কথিত সংবাদ প্রতিবেদন প্রকাশ করে দাবি করা হয়েছে, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা থেকে চাঁদাবাজির ৮৮৪ কোটি টাকা উদ্ধার করলো বাংলাদেশ সেনাবাহিনী’। কথিত প্রতিবেদনে শেখ হাসিনার ফেরত আসার সম্ভাবনাসহ আরো নানা বিষয়েও কথিত সংবাদ প্রচার করা হয়।
উল্লেখ্য, কথিত প্রতিবেদনে রুহুল কবির রিজভীর বাসা থেকে উদ্ধারকৃত টাকার দৃশ্য ও রিজভীর আটক হওয়ার ছবি দাবিতে কয়েকটি দৃশ্যেরও সংযুক্তি পাওয়া যায়।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার বার দেখা হয়েছে এবং প্রায় ১৫ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা থেকে সেনাবাহিনী কর্তৃক ৮৮৪ কোটি টাকা উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া ভিন্ন, পুরোনো ও অপ্রাসঙ্গিক নানা দৃশ্যের মাধ্যমে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কথিত সংবাদ প্রতিবেদনে রুহুল কবির রিজভীর বাসা থেকে উদ্ধারকৃত টাকার দৃশ্য দাবিতে কয়েকটি দৃশ্যের সংযুক্তি পাওয়া যায়।
কথিত প্রতিবেদনের প্রায় ৩ মিনিট ৪৫ সেকেন্ড সময়ে টাকার বস্তার একটি ছবি প্রদর্শিত হয়। ছবির বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে ‘বাংলাভিশন’ এর প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে কয়েক বস্তা ভর্তি টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের দুদিন পর পুলিশ জানিয়েছে বস্তাভর্তি টাকার মধ্যে নগদ পাওয়া গেছে ১ কোটি ১৬ লাখ টাকা। সেই সঙ্গে বিপুল পরিমান বিদেশী টাকাও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান।’ তবে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
কথিত প্রতিবেদনে প্রায় ৫ মিনিট ৯ সেকেন্ড সময়ে প্রদর্শিত টাকার ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যায়যায়দিন’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।

এ বিষয়ে ‘যায়যায়দিন’ এর প্রতিবেদনে বলা হয়, ‘ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর ঝালকাঠি রোনালস রোডের বাসভবন থেকে লাগেজ ভর্তি অক্ষত পাঁচ কোটি এবং আরও কয়েকটি লাগেজভর্তি আংশিক পোড়া কয়েক কোটি টাকা, ডলার ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। সোমবার (৫ আগস্ট ২০২৪) রাত সাড়ে ১২টার দিক ঝালকাঠি শহরের রোনালস রোডে আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে লাগেজ ভর্তি টাকা উদ্ধার করেন।’ এছাড়াও, এ বিষয়ে সেসময় আরো একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে দেখা যায়। তবে এ বিষয়ে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
কথিত প্রতিবেদনে প্রায় ৫ মিনিট ৪০ সেকেন্ড সময়ে প্রদর্শিত টাকার ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম একুশে টিভি’র ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে ‘একুশে টিভি’র প্রতিবেদনে বলা হয়, ‘সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ব্যাগভর্তি নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর ২০২৪) ভোর ৪টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।’ তবে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
কথিত প্রতিবেদনে প্রায় ৫ মিনিট ৪৮ সেকেন্ড সময়কালে আরেকটি টাকার দৃশ্য প্রচার করা হয়। উক্ত দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৬ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে ‘বাংলা ট্রিবিউন’ এর প্রতিবেদনে বলা হয়, ‘কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৯ বস্তা টাকা। শনিবার (৬ মে ২০২৩) সকালে বাক্স খুলে পাওয়া টাকা দিনব্যাপী চলে গণনা। রাতে গণনা শেষে অঙ্ক দাঁড়িয়েছে পাঁচ কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৮৯ টাকা। সঙ্গে মিলেছে বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।’ ছবিটি দানবাক্সে পাওয়া টাকা’র। তবে প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
এছাড়াও, কথিত প্রতিবেদনে আরো কিছু টাকার ছবিরও সংযুক্তি পাওয়া যায় তবে কোনোটির সাথেই আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
পাশাপাশি, কথিত প্রতিবেদনে প্রায় ২ মিনিট ৫৯ সেকেন্ড পরবর্তী সময়ে আলোচিত দাবির ঘটনায় রুহুল কবির রিজভীকে আটক করা হয়েছে দাবিতে একটি ছবিও সংযুক্ত করে প্রচার করা হয়েছে। উক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যুগান্তর’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ফের অসুস্থ হয়েছেন কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।’ এছাড়াও, আরো একাধিক গণমাধ্যমেও সেসময়ে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়। তবে, এ বিষয়ে প্রতিবেদনের কোথাও আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি ছবিটিও যে সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিত হওয়া যায়।
প্রচারিত কথিত উক্ত সংবাদ প্রতিবেদনে প্রতিবেদনে আরো নানা অপ্রাসঙ্গিক দৃশ্যের সংযুক্তি পাওয়া যায় তবে কোনোটির সাথেই প্রচারিত আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও রিজভীর বাসা থেকে ৮৮৪ কোটি টাকা সেনাবাহিনীর উদ্ধারের দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে তা মূলধারার সংবাদমাধ্যমে প্রচার করা হতো।
সুতরাং, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা থেকে ৮৮৪ কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করেছে শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Vision – যৌথ অভিযানে দুই বাসা থেকে কয়েক বস্তা টাকাসহ গ্রেফতার ৩
- Ekushey TV – ব্যাগভর্তি টাকা ছিল সাবেক মন্ত্রীর বাসায়
- JaiJaiDin – ঝালকাঠিতে আমুর বাড়ি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ও টাকা উদ্ধার
- Jago News – আমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার | Amir Hossain Amu | Jago News
- Bangla Tribune – পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড, মিললো পাঁচ কোটি ৫৯ লাখ টাকা
- Jugantor – বিএনপি নেতা রিজভী কারাগারে ফের অসুস্থ: স্ত্রী আরজুমান আরা
- Dhaka Times – কারাগারে অসুস্থ রিজভী, উন্নত চিকিৎসার দাবি পরিবারের
- Rumor Scanner’s analysis





