ময়মনসিংহে আ.লীগের মিছিলে বাধাকে কেন্দ্র করে সংঘর্ষের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিছিল ও একটি সংঘর্ষের ফুটেজের সমন্বয়ে তৈরি একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিলে বাঁধাকে কেন্দ্র করে তৃমুখী সংঘর্ষ – রাজপথ ছাড়েনি আওয়ামী লীগ’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত দাবি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিল ও সংঘর্ষের ভিডিওর কোনোটিই সাম্প্রতিক নয়। প্রকৃতপক্ষে, মিছিলের ভিডিওটি ২০২২ সালের ডিসেম্বরে ময়মনসিংহে আওয়ামী যুবলীগের মিছিলের দৃশ্য, আর সংঘর্ষের ভিডিওটি ২০২২ সালের মার্চে পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের। এই দুটি পুরোনো ঘটনার ভিডিও একত্র করে সম্প্রতি ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ভিত্তিহীন দাবিতে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Rasal Rony’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত মিছিলের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে ইউটিউবের বিবরণীতে বলা হয়, ‘দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ময়মনসিংহ জেলা যুবলীগের মিছিল’।

Comparison : Rumor Scanner 

এছাড়াও, অনুসন্ধানে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ এর ফেসবুক পেজে ২০২২ সালের ১০ ডিসেম্বরে প্রচারিত একটি ছবি সংবলিত ফেসবুক পোস্ট পাওয়া যায়। ছবির বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ময়মনসিংহ জেলা যুবলীগের রাজপথে অবস্থান’। ছবিতে একটি ব্যানারের উপরের কিছুটা অংশ দেখা যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের সামনে থাকা ব্যানারের মিল পাওয়া যায়। এছাড়াও, ২০২২ সালের ডিসেম্বরে ‘বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে’ দেশের নানা জায়গায় আরো নানা মিছিল হওয়ার সপক্ষে সেসময়ের ফেসবুক পোস্ট পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালের। 

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত সংঘর্ষের ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘জাগো নিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলে ‘দুমকিতে আ’লীগ-বিএনপির সং ঘর্ষে আহত ৪০’ শিরোনামে ২০২২ সালের ৫ মার্চে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ইউটিউব ভিডিওর বর্ণনা অংশে এ বিষয়ে ‘জাগো নিউজ২৪’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদনের লিঙ্ক পাওয়া যায়। জাগো নিউজ২৪ এর প্রতিবেদনে বলা হয়, পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ও পুলিশসহ দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। ২০২২ সালের ৫ মার্চ সকালে গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাতে জাগো নিউজ২৪ এর প্রতিবেদনে আরো বলা হয়, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দু’গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।’

এছাড়াও, এ বিষয়ে একাধিক মূলধারার গণমাধ্যমে সেসময়ে প্রকাশিত প্রতিবেদনের সূত্রেও একইরকম তথ্য জানা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত সংঘর্ষের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২২ সালের মার্চের।

সুতরাং, ২০২২ সালের দুটি ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ একত্র করে একটি ভিডিও বানিয়ে সেটিকে সম্প্রতি ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিলে বাধাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img