আমজনতার দলের সাধারণ সম্পাদক ও গণঅধিকার পরিষদের সাবেক নেতা তারেক রহমানের ওপর সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি নুরুল হক নুরের ‘গুন্ডা বাহিনী’ হামলা চালিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের ওপর হামলার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের জুলাইয়ে তৎকালীন গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান ‘নুরের বডিগার্ড সাইফুল’ তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন। সে সময় এ ঘটনার বিষয়ে গণঅধিকার পরিষদের আরেক নেতা ফারুক হাসানের করা একটি লাইভ ভিডিওকেই সাম্প্রতিক হামলার দাবি হিসেবে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় জানা যায়, এটি সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও। যেখানে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে বলতে শোনা যায়, নুরুল হক নুরের ‘গুন্ডা বাহিনী’ তারেক রহমানের ওপর হামলা চালিয়েছে। তাই ধারণা করা যাচ্ছে, লাইভ ভিডিওটি ফারুক হাসান তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করে ছিলেন।
পরবর্তীতে অনুসন্ধানে YYY OFFICIAL নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ জুলাই একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, তারেক রহমানের ওপর হামলার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে পরবর্তীতে এ ঘটনায় একাধিক গণমাধ্যম ২০২৩ সালের ১৭ জুলাই প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে বলা হয়, সে বছরের ১৬ জুলাই পুরানা পল্টনের জামান টাওয়ারে অবস্থিত দলটির তৎকালীন কেন্দ্রীয় কার্যালয়ের পার্কিংয়ে তারেক রহমান হামলার শিকার হন বলে অভিযোগ করেন তিনি। নুরুল হক নুরের বডি গার্ড হিসেবে পরিচয় দেওয়া সাইফুলসহ বেশকয়েক জন তার ওপর হামলা চালায়। প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম নুরুল হক নুরের খালাতো ভাই। হামলার শিকার হয়ে সেসময়ই তারেক রহমান ফেসবুকে একটি লাইভ করেন বলেও প্রতিবেদনগুলো থেকে জানা যায়।
কিন্তু তারেক রহমানের ফেসবুক পেজ কিংবা ফারুক হাসানের ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট পর্যালোচনা করেও সেদিনের কোনো লাইভ ভিডিও পাওয়া যায়নি। তবে ফারুক হাসানের ফেসবুক অ্যাকাউন্টে সেসময় এ ঘটনায় করা দুটি পোস্টর সন্ধান পাওয়া যায়। পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে। তাই ধারণা করা যাচ্ছে, পেজ এবং অ্যাকাউন্টগুলো থেকে সেদিনের পুরোনো লাইভ ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তবে অন্যান্য সূত্রের বরাতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, তারেক রহমানের ওপর হামলার ঘটনাটি বর্তমানের নয় বরং ২০২৩ সালের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ভিডিওর মাধ্যমে সাম্প্রতিক সময়ে আমজনতার দলের তারেক রহমানের ওপর নুরুল হক নুরের ‘গুন্ডা বাহিনীর’ হামলা চালানোর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- YYY OFFICIAL Youtube Channel: তারেক রহমানের উপর নুরের লোক হামলা চালিয়েছে।। ছাত্র অধিকার পরিষদ। নূর। তারেক
- Ittefaq Website: গণঅধিকার পরিষদের তারেকের ওপর ‘নুরের বডিগার্ডের’ হামলার অভিযোগ
- Dhaka Mail Website: গণঅধিকার পরিষদের তারেকের ওপর নুরপন্থীদের হামলার অভিযোগ
- Rumor Scanner’s Analysis





