সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের কথিত একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে পুতুলকে বলতে শোনা যায়, “আপনাদের সকলের জন্য এর চেয়ে বড় আর কোনো খবর হতে পারে না যে, আমরা দেশে ফিরে আসছি। প্রস্তুত হন সবাই, আমরা আসছি।”

ফেসবুকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সায়মা ওয়াজেদ পুতুল তাদের দেশে ফিরে আসা প্রসঙ্গে ভিডিও বার্তা দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং ডিপফেক প্রযুক্তির ব্যবহারে ভুয়া ভিডিওটি প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সূত্রে সায়মা ওয়াজেদ পুতুল দেশে ফিরে আসা প্রসঙ্গে ভিডিও বার্তা দিয়েছেন শীর্ষক কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। এমনকি আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রেও এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি। পুতুলের লিংকডইন এবং এক্স অ্যাকাউন্টেও এমন ভিডিওর অস্তিত্ব মেলেনি।
পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। পাশাপাশি, কথা বলার সময় তার মুখের মুভমেন্টসহ পারিপার্শ্বিক বিষয়গুলোয় অসামঞ্জস্যতা দেখা যায়।
পরবর্তীতে, বিস্তর অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ নভেম্বর Regional Director Saima Wazed’s remarks at Regional Commemoration of #WorldDiabetes Day 2024 শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

ভিডিও দুইটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয় ভিডিওতে সায়মা ওয়াজেদের পোশাক, অনুষঙ্গ ও পারিপার্শ্বিকতার মধ্যে মিল রয়েছে।
তবে উভয় ভিডিওতে থাকা অডিও ক্লিপের বিষয়বস্তু ভিন্ন লক্ষ্যণীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিডিওটিতে সায়মা ওয়াজেদ সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান হিসেবে ২০২৪ সালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে তার বক্তব্য প্রদান করেছে। স্বাভাবিকই, উক্ত ভিডিওতে তাকে তাদের দেশে ফেরার বিষয়ে কোনো কথা বলতে শোনা যায়নি।
পরবর্তীতে, ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।
অর্থাৎ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্যের ভিডিও ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সায়েমা ওয়াজেদ পুতুল দেশে ফেরা প্রসঙ্গে ভিডিও বার্তা দিয়েছেন দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- World Health Organization South-East Asia Region – WHO SEARO: Youtube Video
- Deepfake-O-Meter
- Rumor Scanner’s Analysis





