চকবাজারে আগুন লাগার দৃশ্য দাবিতে নরসিংদীর পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি চকবাজারে আগুন লেগেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি চকবাজার নামে কোনো স্থানে আগুন লাগার দৃশ্যও নয়। প্রকৃতপক্ষে, গত জুলাইতে নরসিংদীর মাধবদী বাজারে অগ্নিকাণ্ডের দৃশ্য এটি। 

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ‘Tahseen Mia’ নামের একটি অ্যাকাউন্ট থেকে গত ০৪ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর উপাদানের সাথে আলোচিত ভিডিওর উপাদানের মিল রয়েছে।

Video Comparison By Rumor Scanner 

পোস্টটিতে দাবি করা হয়, মাধবদী বাজারে আগুন লেগেছে। সেই দৃশ্য এটি। 

সেদিন একাধিক ফেসবুক ভিডিওতেও (, ) এই ঘটনার দৃশ্য দেখা যায়। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে ৪ জুলাই ভোরে। মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় এ ঘটনায় অন্তত ৪২টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

সুতরাং, গত জুলাইতে নরসিংদীর মাধবদী বাজারে আগুন লাগার দৃশ্যকে সম্প্রতি চকবাজারে আগুন লাগার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img