জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে উদ্ধৃত করে ‘বিএনপির চেয়ে জামায়াতের সম্ভাবনা বেশি জামায়াত সরকার গঠন করতে পারে’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, সারজিস আলম বলেছেন ‘বিএনপির চেয়ে জামায়াতের সম্ভাবনা বেশি জামায়াত সরকার গঠন করতে পারে’।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপির চেয়ে জামায়াতের সম্ভাবনা বেশি জামায়াত সরকার গঠন করতে পারে’ শীর্ষক মন্তব্য করেননি এনসিপি নেতা সারজিস আলম এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ০৭ অক্টোবর, ২০২৫ লেখা উল্লেখ পাওয়া যায়।
উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, আমার দেশের ফেসবুক পেজে গত ০৭ অক্টোবর ‘মৃ’ত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস’ শিরোনামে একটি ফটেকার্ড প্রচার করা হয়েছে। তবে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত সারজিসের আলমের ছবির সাথে আমার দেশের ফেসবুক পেজে সারজিস আলমের ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে ১১, ১২ এবং ১৪ অক্টোবর প্রকাশিত পৃথক তিনটি ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।
আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও সারজিস আলমের উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ তিনি এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া, সারজিস আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সুতরাং, এনসিপি নেতা সারজিস আলম ‘বিএনপির চেয়ে জামায়াতের সম্ভাবনা বেশি জামায়াত সরকার গঠন করতে পারে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Md Sarjis Alam: Facebook Account





