সম্প্রতি, ৭ ডিসেম্বর দেশে ফেরা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে পুতুলকে ‘কলকাতার কিছু চ্যানেল আমার সব খবর মানুষের কাছে জানাচ্ছে এবং পৌঁছে দিচ্ছে তারা আমাদের পক্ষে আছে। ৭ ডিসেম্বর আমাদের দেশে আগমন নিয়ে অনেক চ্যানেল কভারেজ দিয়েছে আমি দেখেছি। আপনারা ভিডিও শেয়ারিং এর মাধ্যমে এই তথ্যটি সবার কাছে পৌঁছে দিন। আমাদের দেশের চ্যানেলগুলো আমাদের আসার খবর এগুলো প্রচার করবে না। তারা এখন অন্য দলের হয়ে গেছে। আপনারা সবাই আমার এ ভিডিওটি শেয়ার করুন ও সবার মাঝে ছড়িয়ে দিন আমরা ডিসেম্বরের ৭ তারিখে আসছি আমার প্রিয় দেশে’ বলতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুতুলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি। পুতুলের লিংকডইন এবং এক্স অ্যাকাউন্টে এমন ভিডিওর অস্তিত্ব মেলেনি।
পরবর্তীতে, ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২১ অক্টোবর একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

তবে ভিডিওটিতে পুতুলের বলা বক্তব্য কবের বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘জননেত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল জানালেন, কলকাতার নিউজ চ্যানেলগুলা ৭ই ডিসেম্বর শেখ পরিবারের দেশে আসা নিয়ে নিউজ করছে, কিন্তু দেশের চ্যানেলগুলা এসব নিউজ করছে না৷ তাই তার ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌছে দিতে বললেন। শেখ হাসিনা এবং তার পরিবার সহ ৭ই ডিসেম্বর দেশে আসতে যাচ্ছে৷ Source-0 Television’
উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি থেকে আরও অসংখ্য এ ধরনের ভিডিও (১, ২, ৩) প্রচার করা হয়ে হয়েছে।
এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওতে থাকা ববি ও পুতুল সদৃশ ব্যক্তিদ্বয়ের মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
অনুসন্ধানে, ‘Press Xpress’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৯ অক্টোবর ‘A Deeper Look into Autism & Related Disorders with Saima Wazed Putul’ শীর্ষক ভিডিওতে একই পোশাকে পুতুলকে বক্তব্য দিতে দেখা যায়। উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ভিডিওতে তিনি অটিজম নিয়ে কথা বলেন।

অর্থাৎ, এটা নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।
সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে পুতুল দলের হাল ধরবেন বলে ববির বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)





