সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে উদ্ধৃত করে ‘জামায়াত ক্ষমতায় যাবে তাদের বিরুদ্ধে আমি কথা বলি না’ শিরোনামে ইলেকট্রনিক সংবাদমাধ্যম এনটিভির ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জামায়াত ক্ষমতায় যাবে তাদের বিরুদ্ধে আমি কথা বলি না’ শীর্ষক কোনো মন্তব্য সারজিস আলম করেননি এবং এনটিভিও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, এনটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি করে পর্যবেক্ষনে দেখা যায়, এটি এনটিভির লোগো রয়েছে এবং তারিখ হিসেবে ২১ অক্টোবরের কথা উল্লেখ রয়েছে।
উল্লিখিত তথ্যের সূত্র ধরে এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো সংবাদমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, সারজিস আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সুতরাং, সারজিস আলমকে উদ্ধৃত করে ‘জামায়াত ক্ষমতায় যাবে তাদের বিরুদ্ধে আমি কথা বলি না’ শিরোনামে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Ntv: Facebook Page
- Ntv: Website
- Ntv: YouTube
- Md Sarjis Alam: Facebook Account
- Rumor Scanner’s analysis





