সম্প্রতি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে জড়িয়ে দাবি প্রচার করা হয়েছে, ‘গা/জার শিশুদের খাদ্য ও মানবিক সহায়তার জন্য ২ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাজার শিশুদের খাদ্য ও মানবিক সহায়তার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর ২ মিলিয়ন মার্কিন ডলার দান করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এ দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘RKM’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবি সংবলিত সম্ভাব্য প্রথম ভাইরাল পোস্টটি গত ২০ অক্টোবরে পোস্ট হতে দেখা যায়। কিন্তু দাবিটির সপক্ষে ওই পোস্টে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ করা হয়নি।
এছাড়াও, অনুসন্ধানে ক্রিস্টিয়ানো রোনালদোর ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্স অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে রোনালদোর মতো ফুটবল তারকা এরূপ কোনো দান করলে বা করার ঘোষণা দিলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যপকভাবে প্রচার করা হতো।
উল্লেখ্য, অতীতেও রোনালদোকে ঘিরে এ ধরনের ভুয়া দানের দাবি ছড়ানো হয়েছিল, সেগুলো নিয়ে তখনও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, গাজার শিশুদের খাদ্য ও মানবিক সহায়তার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো ২ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন শীর্ষক দাবি মিথ্যা ও ভিত্তিহীন।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis