সম্প্রতি, সৌদি আরবে দীপাবলি উদযাপনের- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
একই ভিডিও সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে ভারতীয় অ্যাকাউন্টগুলো থেকে।

বাংলাদেশী অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সৌদি আরবে দীপাবলি উদযাপনের নয় এবং ভিডিওটিও সৌদি আরবের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছিল। সেই উদযাপনের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘Kalyan Basnet’ নামক ইউটিউব চ্যানেলে থেকে ২০২৩ সালের ০৩ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে উল্লেখ রয়েছে দৃশ্যটি দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উদযাপনের দৃশ্য। এছাড়া, উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত একটি চ্যানেল।
এরপর সংযুক্ত আরব আমিরাতের টিকটক ইনফ্লুয়েন্সার হামজা আলীর টিকটক অ্যাকাউন্ট থেকেও উক্ত ভিডিওটি ২০২৩ সালের ০৩ ডিসেম্বর পোস্ট করতে দেখা যায়।

হামজা আলীও তার পোস্টে উল্লেখ করেন এটি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপনের ভিডিও।
তারপর, উক্ত সূত্র ধরে অনুসন্ধানে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম Gulf News এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০১ ডিসেম্বর প্রকাশির একটি প্রতিবেদন থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত ৫২তম জাতীয় দিবস উপলক্ষে ২০২৩ সালের ০২ ডিসেম্বর থেকে তিনদিন দেশটির বিভিন্ন শহরে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছিল রাষ্ট্রপ্রধান।
সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম Time out Abu Dhabi এর ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির ৫২তম জাতীয় দিবস উপলক্ষে ২০২৩ সালের ০১ ডিসেম্বর স্মারক দিবস এবং ০২ ও ০৩ ডিসেম্বর জাতীয় দিবস উদযাপন করা হয়েছিল।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উদযাপনের দৃশ্য।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি সৌদি আরবে দীপাবলি উদযাপনের কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উদযাপনের দৃশ্যকে সম্প্রতি সৌদি আরবে দীপাবলি উদযাপনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Kalyan Basnet- YouTube Video
- Hamza Aly- Tiktok Post
- Gulf News- Where to celebrate the UAE’s 52nAbuDhaNews
- Time out AbuDhaNews- Where to celebrate UAE National Day in Abu Dhabi this weekend