পুলিশের ছয় দফা দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, পুলিশের পক্ষ থেকে ৬ দফা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে পুলিশ সদস্য পরিচয়ে বলতে শোনা যায়-

‘পুলিশের পক্ষ থেকে ৬ দাবি:

১. সরকারি হাসপাতালে সপ্তাহে একবার চিরুনি অভিযান চালাতে হবে,
২. অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে,
৩. স্কুল-কলেজের শিক্ষকরা ঠিকমতো পড়াচ্ছেন কি না, তা পুলিশের তত্ত্বাবধানে দিতে হবে,
৪. বাজার সিন্ডিকেট ভেঙে দেয়ার কাজ সেনাবাহিনীকে দিতে হবে,
৫. এক টাকা ঘুষ খেলেও বরখাস্ত করতে হবে,
৬. রাস্তাঘাটের টেন্ডার সেনাবাহিনীর হাতে থাকবে।

দাবিগুলো বেশি বেশি ছড়িয়ে দিন, বাস্তবায়নে সাহায্য করুন।’

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ২ কোটি ২ লক্ষবার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ছয় দফা দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে থাকা ব্যক্তিদের মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

Screenshot: DeepFake-o-meter

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে পুলিশের ছয় দফা ঘোষণার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।  

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img