কলকাতায় নেতাদের সাথে মিটিং করতে হেলিকপ্টারে আসছেন পুতুল দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, “গুরুত্বপূর্ণ মিটিং করতে বিশেষ হেলিকপ্টার কলকাতায় আসছেন সায়মা ওয়াজের পুতুল” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকের ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে পুতুল থাকার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২২ অক্টোবর ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার হেলিপ্যাডে দেবে যাওয়ার দৃশ্য এটি।   

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) ইউটিউব চ্যানেলে ২২ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।  

Comparison: Rumor Scanner

সংবাদ সংস্থাটির ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার হেলিপ্যাডে দেবে যাওয়ার দৃশ্য এটি। 

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত  প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার ২২ অক্টোবর কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর হেলিপ্যাডের একটি অংশ দেবে যায়। এমন পরিস্থিতিতে হেলিকপ্টারটি দেবে যাওয়া ওই অংশে আটকে পড়ে। কেরালায় চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে আজ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন মুর্মু। ভিডিওটি সেসময়েরই।  

সুতরাং, কলকাতায় নেতাদের সাথে মিটিং করতে হেলিকপ্টারে আসছেন পুতুল দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img