সেনাবাহিনী আমার নিরাপত্তার দায়িত্ব নিলে পদত্যাগ করব বলে মন্তব্য করেননি ড. ইউনূস, আরটিভির নামে সম্পাদিত ফটোকার্ড

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “সেনাবাহিনী যদি আমার নিরাপত্তার দায়িত্ব নেই তাহলে আমি পদত্যাগ করব।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আরটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. ইউনূস আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে আরটিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ড. ইউনূস প্রসঙ্গে আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূল ধারার গণমাধ্যম আরটিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৬ অক্টোবর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়।

পরবর্তীতে আরটিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, আরটিভির ফেসবুক পেজে গত ১৬ অক্টোবর ‘প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison: Rumor Scanner

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘‘প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘সেনাবাহিনী যদি আমার নিরাপত্তার দায়িত্ব নেই তাহলে আমি পদত্যাগ করব প্রধান উপদেষ্টা ডা ইউনুস।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আরটিভির ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত আরটিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৬ অক্টোবর দেওয়া বার্তায় তিনি বলেন, আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি। এই বার্তায় তাকে আলোচিত দাবি সম্বলিত কোনো মন্তব্য করার তথ্য মেলেনি।

সুতরাং, ড. ইউনূস ‘সেনাবাহিনী যদি আমার নিরাপত্তার দায়িত্ব নেই তাহলে আমি পদত্যাগ করব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img