উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে স্যাটায়ার পেজের পোস্টকে আসল দাবিতে প্রচার 

সম্প্রতি, “সাগরের উপর বিমানবন্দর করতে হবে” এবং “সাগরের উপর বিমানবন্দর করলে সহজে আ’গু’ন লাগবে না” শিরোনামে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “সাগরের উপর বিমানবন্দর করতে হবে” এবং “সাগরের উপর বিমানবন্দর করলে সহজে আ’গু’ন লাগবে না” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া ফটোকার্ডকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে উক্ত দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। 

পরবর্তীতে অনুসন্ধানে ‘গরম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ অক্টোবরে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়। তবে, ‘গরম টিভি’র ফটোকার্ডে তাদের লোগো থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে তা মুছে দেওয়া হয়েছে। 

Comparison : Rumor Scannerner 

আলোচ্য ‘গরম টিভি’ পেজটির অ্যাবাউট সেকশনে গিয়ে দেখা যায়, সেখানে পেজটিকে ‘Satire/Parody’ পেজ বলে উল্লেখ রয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ একাধিক (, , ) ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

তাছাড়া, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাম্প্রতিক সময়ে এমন মন্তব্য করেছেন কী না সে বিষয়ে অনুসন্ধানে দেশিয় সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনেকেই এসব ঘটনাকে ‘নিছক দুর্ঘটনা’ বলে মেনে নিতে রাজি নন। 

সুতরাং, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “সাগরের উপর বিমানবন্দর করতে হবে” এবং “সাগরের উপর বিমানবন্দর করলে সহজে আ’গু’ন লাগবে না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img