সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, শরীয়তপুরে নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

উক্ত দাবিতে প্রচারিত টিকটক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
একই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে গত জুলাই মাসে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি এনসিপির কোনো নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ৫ আগস্টের ভিডিও। সেদিন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাড়িতে আন্দোলনকারীরা আগুন দেয়। এটি সেই ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ৬ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি.কম এর ইউটিউবে চ্যানেলে ‘শরীয়তপুরে এমপির বাড়িতে হামলা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে STV News Portal নামক একটি ইউটিউব চ্যানেলে আলোচিত ঘটনায় ধারণকৃত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ০৫ আগস্ট প্রকাশিত এই ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, শরীয়তপুরের সাবেক এমপি ইকবাল হোসেন অপুর বাড়িতে ভাংচুড়ের দৃশ্য এটি।
এ বিষয়ে সেসময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ৩টার দিকে শরীয়তপুর-ঢাকা সড়কের জেলা সদরের ঋষিপাড়া এলাকায় অবস্থান নেয় কয়েকশ আন্দোলনকারী। তারা শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তাঁর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি কোনো এনসিপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নয়।
সুতরাং, শরীয়তপুরের এনসিপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Independent Television : শরীয়তপুরে গুলিতে অটোরিকশার চালক নিহত, এমপির বাড়িতে অগ্নিসংযোগ
- RisingBD Youtube Video
- STV News Portal YouTube Video