গাজায় চলমান ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতিবাদে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ত্রাণ নিয়ে যাওয়ার নৌ উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। পরবর্তীতে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। কিন্তু ইসরায়েলি বাঁধার মুখে উক্ত নৌবহরের কোনো জাহাজই গাজা উপত্যকায় পৌঁছাতে সক্ষম হয়নি। তবে উক্ত ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ভিডিও ফুটেজ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটির স্ক্রিনশট ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ভিডিও ফুটেজ দাবিতে ইন্টারনেটে প্রচারিত আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Mystic Vibes নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ১৮ সেপ্টেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা, উক্ত পোস্টে ভিডিওটিতে এআই জেনারেটেড কনটেন্ট লেভেল রয়েছে। যা দ্বারা টিকটকে প্রচারিত উক্ত কনটেন্ট এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরিকৃত বলে নির্দেশ করা হয়।

পরবর্তীতে আলোচিত এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

এছাড়াও উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে এতে ফিলিস্তিন ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইস্যুতে প্রচারিত বেশকিছু এআই জেনারেটেড ভিডিও খুঁজে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ভিডিও দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mystic Vibes Tiktok Post
- Hive Moderation
- Rumor Scanner’s Analysis