নিজ দলের কর্মীদের নয়, এটি ২০২৩ সালে আ.লীগ ও পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতার গুলি ছোড়ার ভিডিও

সম্প্রতি, ‘নিজ দলের কর্মী দের লক্ষ্য করে গুলি,,, আহা রাজনীতি এরাই নাকি আবার দেশ চালাবে’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

অর্থাৎ দাবি করা হচ্ছে, এক বিএনপি নেতার নিজ দলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার দৃশ্য এটি। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি নেতা কর্তৃক নিজ দলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার কোনো ঘটনার নয় এবং ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের পহেলা এপ্রিল নাটোরে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নাটোর জেলা বিএনপির তৎকালীন আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু আওয়ামী লীগ ও পুলিশের দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেই ঘটনার দৃশ্য এটি। 

অনুসন্ধানে আজকের পত্রিকার ওয়েবসাইটে ২০২৩ সালের ০২ এপ্রিল ‘বিএনপি নেতা বাচ্চুর গুলি ছোড়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি, পোশাক, স্থানের মিল রয়েছে। 

Comparison By Rumor Scanner 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৩ সালের পহেলা এপ্রিল দুপুরে সংঘর্ষ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন নাটোর জেলা বিএনপির তৎকালীন আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। 

তবে, শহিদুল ইসলাম গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে তখন বলেছিলেন, ‘আমার পিস্তলটি লাইসেন্স করা ও সম্পূর্ণ বৈধ অস্ত্র। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বারবার আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি। আত্মরক্ষার্থে আমি সঙ্গে অস্ত্র রাখি। আত্মরক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র ব্যবহার করা অপরাধ না। তবে শনিবারের সংঘর্ষে আমি গুলি ছুড়িনি।’

সেইসময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেছিলেন, ‘বিএনপির নেতার অস্ত্রটি বৈধ কিনা বা কী কারণে তিনি গুলি ছুড়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এর ব্যত্যয় হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

একই তথ্য ও ছবি দিয়ে তখন সংবাদ প্রকাশ করেছিল সমকাল, যুগান্তর সহ মূলধারার গণমাধ্যমগুলোও। 

সুতরাং, ২০২৩ সালের এপ্রিল মাসে বিএনপি নেতা কর্তৃক পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার দৃশ্যকে সম্প্রতি বিএনপি নেতা কর্তৃক নিজ দলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img