গত ১০ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাকে তালিবান সরকার এবং আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলোতে বিমান হামলা বলে দাবি করা হয়েছে। তালিবান সরকার কথিত এই বিমান হামলার জন্যে পাকিস্তানকে দায়ী করেন। সম্প্রতি, এ ঘটনায় দেশীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে উক্ত হামলার দৃশ্য দাবি একটি ছবি প্রকাশ করা হয়েছে। প্রচারিত ওই ছবিটিতে রাতের আকাশে বিস্ফোরণের ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত উক্ত ছবি সম্বলিত প্রতিবেদন দেখুন ডিবিসি নিউজ, আরটিভি, বাংলাভিশন, এখন টিভি, বিজয় টিভি, ইনকিলাব, যায়যায়দিন, মানবকণ্ঠ, জনকণ্ঠ, ঢাকা পোস্ট, ঢাকা মেইল, বার্তা বাজার, জুম বাংলা,বাংলাদেশ জার্নাল, আমাদের সময়, আমার সংবাদ, প্রতিদিনের সংবাদ, সোনালী নিউজ, আমার বার্তা, বিডি টুডে, বায়ান্ন, সংবাদ প্রকাশ, ডেল্টা টাইমস, ভিউস বাংলাদেশ, দ্য ঢাকা এক্সপ্রেস, দৈনিক পরিবার, বর্তমান কথা, রেডিও টুডে, আমাদের ব্রাক্ষণবাড়িয়া, নিউজ নাও২৪, সংবাদ, বিডি২৪লাইভ, দৈনিক সাঙ্গু, সবার দেশ, দৈনিক বাংলা এক্সপ্রেস, বাংলাবাজার পত্রিকা, আপন দেশ, নন্দিত টিভি, দিনের কণ্ঠ, এইদিন এইসময়, সকালের বাণী, সকালের আলো, আমাদের কাগজ, প্রবাসীর দিগন্ত, খবর সংযোগ, সদ্য সংবাদ, ডায়মন্ড নিউজ, স্বদেশ বিদেশ, ঢাকা রিপোর্ট২৪, প্রবাল নিউজ এবং ব্রেকিং নিউজ বিডি।
গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই ছবি ব্যবহার করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ভাস্কর, ডেইলি জাগরাণ, কাশ্মীর মনিটর, রিপাবলিক ওয়ার্ল্ড, ডেইলি গার্ডিয়ান, উরিষ্যা বাইটস, হিন্দুস্তান টাইমস এবং নজরবন্দী।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটির সাথের আফগানিস্তানের রাজধানী কাবুলে হওয়া সাম্প্রতিক বিস্ফোরনের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ছবিটি গত আগস্ট থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। সেসময় সিরিয়ার দামেস্ক শহরে ইসরায়েলি বাহিনীর হামলা চালানোর ঘটনার দাবি করে একাধিক গণমাধ্যমে ছবিটি প্রচার করা হয়েছিল।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইরানভিত্তিক গণমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-এর ওয়েবসাইটে গত ১৬ আগস্ট ও ১৭ আগস্ট প্রকাশিত দুটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উভয় প্রতিবেদনেই উক্ত ছবিটি ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, ছবিটি সেসময় সিরিয়ার রাজধানী দামেস্কের আল-মাজা এলাকায় হওয়া একটি গাড়ি বিস্ফোরণের ঘটনার। উক্ত বিস্ফোরণের সাথে ইসরায়েলি বাহিনীর সংযোগ রয়েছে বলেও একটি প্রতিবেদনে দাবি করা হয়।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আফগানিস্তানভিত্তিক গণমাধ্যম Afghan Voice Agency-এর ওয়েবসাইটেও গত ৭ আগস্ট প্রকাশিত একই ছবি সম্বলিত একটি প্রতিবেদন পাওয়া যায়। তবে প্রতিবেদনটিতে উক্ত ছবিকে সিরিয়ার ভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার দৃশ্য বলে দাবি করা হয়।
কিন্তু একাধিক প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সেসময় সিরিয়ায় হওয়া হামলা বা বিস্ফোরণের কোনো ঘটনার ভিডিওর সাথে উক্ত ছবির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত বিস্ফোরনের ছবিটি সিরিয়ার কিনা সেটি নিশ্চিত না হওয়া গেলেও এটি নিশ্চিত হওয়া গিয়েছে যে ছবিটি আফগানিস্তানে হওয়া সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার নয়।
সুতরাং, ইন্টারনেটে বিদ্যমান পুরোনো বিস্ফোরণের ছবিকে আফগানিস্তানে হওয়া সাম্প্রতিক বিস্ফোরণের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Islamic Republic News Agency Website: Explosion in Syrian capital Damascus
- Islamic Republic News Agency Website: Explosion reported in Syrian capital’s Al-Mazza District
- Afghan Voice Agency Website: Heavy Explosions in Jabla, Syria Following Israeli Airstrikes + Video
- Rumor Scanner’s Analysis