সম্প্রতি, চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন মারা গেছেন- শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মারা যাননি বরং, বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।
অনুসন্ধানে শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে ইলিয়াস কাঞ্চন মারা যাওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।
তবে, আজ (১১ অক্টোবর) প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়ের বরাতে বলা হয়েছে, ইলিয়াস কাঞ্চন মারা যাওয়ার তথ্যটি গুজব। তিনি এখন লন্ডনে চিকিৎসাধীন রয়েছে। গত ০৫ আগস্ট মাসে লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।
প্রথম আলো ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে জামাতা আরিফুর রহমানের বাসায় আছেন। গত ০৫ আগস্ট মাথায় টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। পুরোটা অপসারণ করা যায়নি। তাই টার্গেট থেরাপি চলছে।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে সমকাল, কালের কণ্ঠ, ইত্তেফাক সহ মূলধারার গণমাধ্যমও।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সাথে যোগাযোগ করে তিনি রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, ‘এটি সম্পূর্ণ গুজব। তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন!’
সুতরাং, ইলিয়াস কাঞ্চনের মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo- চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়
- Samakal- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলে জয়ের
- Kaler Kantho- ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলে জয়ের
- Ittefaq- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়
- Liton Arshad- Statement