খাগড়াছড়িতে বিজিবির ওপর হামলার ভাইরাল এই ছবি সাম্প্রতিক সময়ের নয়

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। এসব ঘটনার মধ্যেই কয়েক ব্যক্তি কর্তৃক এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে মারধরের একটি ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠী কর্তৃক বিজিবি সদস্যের ওপর হামলার ছবি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খাগড়াছড়িতে বিজিবি সদস্যের ওপর আক্রমণের এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে খাগড়াছড়ির পানছড়িতে দুই ব্যক্তিকে আটকের জেরে স্থানীয় পাহাড়িদের হামলার শিকার হন কয়েকজন বিজিবি সদস্য। এটি সেই ঘটনায় ধারণকৃত ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Hill Documentary’ নামক একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি মুহূর্তের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত পোস্টের ক্যাপশনের দাবি অনুযায়ী, ভিডিওর ঘটনাটি সীমান্ত দিয়ে অবৈধ গরু পাচার কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিজিবির ওপর অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটের হামলার ঘটনার। পোস্টে এটিকে খাগড়াছড়ির পানছড়ির ঘটনা বলেও দাবি করা হয়।

উল্লেখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে একই বছরের ২৬ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ‘বিজিবির ওপর হামলা চালিয়ে টাকাসহ হুন্ডি ব্যবসায়ীদের ছি নি য়ে নেয়’ শিরোনাম প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনও বিজিবির ওপর আক্রমণের আলোচিত দৃশ্যের সন্ধান মেলে।

প্রতিবেদনে বলা হয়, পানছড়ি ব্যাটেলিয়ান লোগাং বিজিবি ক্যাম্পে বিজিবি সদস্যরা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, এক বস্তুাসহ ও দুই যাত্রীকে আটক করে। তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে হুন্ডির সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। পরে আসামিদের পানছড়ি থানায় নেওয়ার পথে লাঠিসোঁটাসহ একদল নারী-পুরুষ হামলা চালায়। ছিনিয়ে নেয় টাকা-পয়সাসহ ঐ দুইজনকে। এসময় আহত হন ৯ বিজিবি সদস্য। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে পানছড়ি থানায় মামলা করেছিল।

এ বিষয়ে সেসময় চ্যানেল২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, বিজিবি সদস্যের ওপর আক্রমণের এই ভিডিওটি খাগড়াছড়ির হলেও সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২৩ সালে খাগড়াছড়িতে বিজিবি সদস্যের ওপর আক্রমণের ভিন্ন ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img