গত ১৮ সেপ্টেম্বরে রংপুরে ছাত্রলীগ এবং যুবলীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি রংপুরে ছাত্রলীগ ও যুবলীগের কোনো বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, এটি গত ০৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল প্যানেলের সমর্থনে রাজধানীর পল্টনে যুবদলের মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে মিছিলের সামনের সারিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে গত ০৯ সেপ্টেম্বরে ‘আবিদ-হামিমদের পক্ষে পল্টনে যুবদলের মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি মিছিলের ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির স্থান, মিছিলে থাকা মানুষ এবং পারিপার্শ্বিক অবস্থার মিল রয়েছে।
উল্লেখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের ওয়েবসাইটে একই তারিখে ‘ডাকসু নির্বাচন ঘিরে যুবদলের শোডাউন, নয়াপল্টনে অবস্থান কর্মসূচি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ৯ সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোডাউন মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে। নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হওয়া মিছিল ফকিরাপুল ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে স্লোগান ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার ও নূরে আলম সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ঢাকায় যুবদলের শোডাউনের ঘটনার।
সুতরাং, ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের পক্ষে রাজধানীর নয়াপল্টনের যুবদলের মিছিলের ভিডিওকে রংপুরে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Jugantor: আবিদ-হামিমদের পক্ষে পল্টনে যুবদলের মিছিল
- Jagonews24: ডাকসু নির্বাচন ঘিরে যুবদলের শোডাউন, নয়াপল্টনে অবস্থান কর্মসূচি