সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সফরে নয়াদিল্লি গিয়েছিলেন শেখ হাসিনা। সেসময়ে দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেন তিনি। এটি মূলত সেই ঘটনারই ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে, হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহের তত্ত্বাবধায়ক ‘Syed Farid Ahmed Nizami’ এর ফেসবুক পেজে ২০২২ সালের ০৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তী অনুসন্ধানে, বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে একই তারিখে আলোচ্য বিষয়ে প্রকাশিত কিছু ছবি খুঁজে পাওয়া যায়। ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল দেখা যায়।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেসময়ে নয়াদিল্লি সফর এবং হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শন সংক্রান্ত বিষয়ে দেশীয় মূলধারার একাধিক (ইত্তেফাক, ঢাকা পোস্ট, বাংলা ভিশন) সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় এবং প্রতিবেদনগুলো থেকে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
অর্থাৎ, শেখ হাসিনা কর্তৃক দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
তাছাড়া, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে ভারতে আত্মগোপনে রয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে মাজার পরিদর্শনে এলে স্বাভাবিকভাবেই দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা নিয়ে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
সুতরাং, ২০২২ সালে শেখ হাসিনার ভারত সফরে দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শনের সময়ে ধারণ করা ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Syed Farid Ahmed Nizami: Facebook Video
- Bangladesh Awami League: Facebook Post
- Ittefaq: নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- Dhaka Post: নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- Bangla Vision: নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী