সম্প্রতি একটি বাংলাদেশি গণমাধ্যমের সংবাদ শিরোনামের ইংরেজিতে অনূদিত একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যম এক্সে প্রচার করা হয়েছে। যার শিরোনাম “৮ মাসে হত্যা ২,৬১৬, নারী ও শিশু নির্যাতন ১৫ হাজার: অন্তর্বর্তী সরকার।”
এটি প্রচারের সময় ক্যাপশনে লেখা হয়, “শেষ পর্যন্ত ওরা স্বীকার করলো – বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যা ঘটছে। #SaveBangladeshiHindus”।
পোস্টে ওই পরিসংখ্যানকে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমন দুটি এক্স পোস্ট এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত পরিসংখ্যানটি ২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সারাদেশের সামগ্রিক অপরাধের চিত্র। এটি কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায় কিংবা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে হওয়া অপরাধের ভিত্তিতে তৈরি কোনো পরিসংখ্যান নয়।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলোর সঙ্গে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত “৮ মাসে ২ হাজার ৬১৬ খুন, ১৫ হাজার নারী-শিশু নির্যাতন: অন্তর্বর্তী সরকার” শিরোনামের একটি প্রতিবেদন ইংলিশে অনুবাদ করে প্রচার করা হয়।
অনুসন্ধানে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “চলতি বছরের ৮ মাসে ২ হাজার ৬১৬টি খুন এবং ১৫ হাজার ৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ৯ সেপ্টেম্বর ২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।
প্রেস উইংয়ের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের শেষ ১৩ মাসে খুনের হার বেশি বলে মনে হলেও এর আংশিক কারণ হলো শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সংঘটিত কমপক্ষে ১ হাজার ১৩০টি খুনের ঘটনায় গণ-অভ্যুত্থানের পরে অর্থাৎ ৬ আগস্ট, ২০২৪ সালের পর থেকে এই বছরের আগস্টের মধ্যে মামলা দায়ের হয়েছে। অনেক হত্যা মামলা পূর্বে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হুমকির কারণে দায়ের করা যায়নি, পুলিশকেও মামলা নিতে নিরুৎসাহিত করা হয়েছিল। সরকার পরিবর্তনের পরেই এসব তথ্য সামনে এসেছে এবং মামলাগুলো রেকর্ড করা হয়েছে।”
অন্য সংবাদমাধ্যমগুলোতেও একই তথ্য পাওয়া যায়। এসব প্রতিবেদনে স্পষ্ট বোঝা যায় যে উল্লিখিত পরিসংখ্যানটি দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেছে।
পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজ Chief Adviser GOB-এ ওই পরিসংখ্যান পাওয়া যায়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এটি ২০২০ থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত অপরাধের তুলনামূলক সার্বিক চিত্র।
অতএব, এই পরিসংখ্যান কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা হিন্দু ধর্মাবলম্বীদের বিষয়ে নয়।
সুতরাং, দেশের সামগ্রিক অপরাধ পরিসংখ্যানকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান দাবিতে প্রচারের বিষয়টি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Independent TV: ৮ মাসে ২ হাজার ৬১৬ খুন, ১৫ হাজার নারী-শিশু নির্যাতন: অন্তর্বর্তী সরকার
- Chief Adviser GOB Facebook post