আইন উপদেষ্টার বাসভবন থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীর ছাগল চুরির দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসভবন থেকে ছাগল চুরির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম বাংলা আউটলু্কে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সম্প্রতি ব্যাপক আলোচনায় আসে। এর প্রেক্ষিতে, ছাগল চুরির মুুহুর্তে সিসিটিভি ক্যামেরায় নাসীরুদ্দীন পাটোয়ারীকে দেখতে পাওয়ার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাগল চুরির মুুহুর্তে সিসিটিভি ক্যামেরায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ধরা পরার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে এই ছবির অস্তিত্ব মেলেনি। এমনকি এই অভিযোগ তোলা বাংলা আউটলুকের প্রতিবেদনেও এমন কোনো ছবি যুক্ত করা হয়নি। এছাড়াও অন্য কোনো গণমাধ্যমেও সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজের সন্ধানও পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপের অংশবিশেষ লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, গত ২৬ আগস্ট গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে। 

পরবর্তীতে আলোচিত এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Deepfake-O-Meter এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩.৪৬ শতাংশ।

Screenshot: Deepfake-O-Meter

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ছবিটি গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসভবন থেকে ছাগল চুরির দৃশ্য দাবিতে এআই দিয়ে তৈরি একটি ছবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img