চীনা যুদ্ধ জাহাজ বাংলাদেশের দিকে এগিয়ে আসার দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়; যা গত ১৯ সেপ্টেম্বর শেষ হয়। এরই প্রেক্ষিতে, ‘আমেরিকা এবং বাংলাদেশের যুদ্ধের মহাড়া কেন্দ্র করে, বাংলাদেশের দিকে এগিয়ে আসছে চীনের যুদ্ধ জাহাজ, যেকোন সময় বেঁধে যেতে পারে ভারত, চীন এবং আমেরিকার’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের দিকে চীনের যুদ্ধ জাহাজ এগিয়ে আসার ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ডিসেম্বরে ফিলিপাইনের বেসামরিক জাহাজের ওপর চীনের জাহাজ থেকে জলকামান দিয়ে হামলার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওতে থাকা জাতীয় দৈনিক মানবজমিনের লোগোর সূত্র ধরে অনুসন্ধানে মানবজমিনের ফেসবুক পেজে গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison BY Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চরমে। ফিলিপাইনের একটি জাহাজকে লক্ষ্য করে এভাবেই জল কামান নিক্ষেপ করছে চীনা কোস্টগার্ড। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরেই চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে।

অর্থাৎ, মানবজমিনের দাবি অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ের ভিডিও।

তবে অনুসন্ধানে ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র জে টারিয়েলার এক্স অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ০৯ ডিসেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যাচ্ছে।

Video Comparison By Rumor Scanner 

এক্স পোস্টটি থেকে জানা যায়, সে বছরের ০৯ ডিসেম্বর দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন অঞ্চলের প্রবালপ্রাচী বাজো দ্যা মাসিনলোক এলাকায় ফিলিপাইনের বেসামরিক জাহাজের ওপর চীনের জাহাজ জলকামান নিক্ষেপ করে। এটি সেই ঘটনারই ভিডিও। 

উক্ত ঘটনায় ফিলিপাইনের প্রেসিডেন্টের কমিউনিকেশন অফিস থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিন আমেরিকান গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এবং ফিলিপাইনের নিউজ এজেন্সিও। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২৩ সালে ফিলিপাইনের বেসামরিক জাহাজের ওপর চীনের জাহাজ থেকে জলকামান নিক্ষেপের দৃশ্যকে বাংলাদেশের দিকে চীনের যুদ্ধ জাহাজ এগিয়ে আসার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img