ঢাকা মহানগরে ছাত্রলীগ-আ’লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, এটি গত ১২ সেপ্টেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগনও ছাত্রলীগের মিছিলের দৃশ্য। 

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালের সেপ্টেম্বরে আ’লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন বাইতুল মোকাররম এলাকায়। উক্ত ঘটনার ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।    

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউনের চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, সে সময় আ’লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা ভিড় করার দৃশ্য এটি। 

Comparison: Rumor Scanner 

এ বিষয়ে জাতীয় দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির সরকার পতন আন্দোলন রাজপথে মোকাবিলায় আওয়ামী লীগ সেদিন রাজধানীতে সমাবেশ করে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ যৌথভাবে বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের।  

সুতরাং, সম্প্রতি ঢাকা মহানগরে ছাত্রলীগ-আ’লীগের মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img