শেখ হাসিনাকে নিয়ে কক্সবাজারে জনতার স্লোগান দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর শেখ হাসিনাকে নিয়ে কক্সবাজারে রাজপথে জনতার স্লোগানের দৃশ্য এটি। 

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে

টিকটকে প্রকাশিত এই ভিডিওটি প্রায় ২৪ হাজারের বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কক্সবাজারের বাঁকখালীর নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে শত শত মানুষ সড়ক অবরোধের সাম্প্রতিক দৃশ্য এবং এর সাথে রাজনৈতিক কোনো স্লোগানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।      

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে গত ০৫ সেপ্টেম্বর Panowa News নামের একটি চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর উপাদানগুলোর সাথে আলোচিত ভিডিওর পারিপার্শ্বিক উপাদানের মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, এটি উচ্ছেদ আতংকে কক্সবাজারের নুনিয়ারছড়ার স্থানীয় বাসিন্দাদের সড়ক অবরোধের দৃশ্য। তবে এই ভিডিওতে শেখ হাসিনাকে নিয়ে কোনো স্লোগান দিতে দেখা যায়নি। 

Comparison: Rumor Scanner 

সেদিন গণমাধ্যমের একাধিক ভিডিও (সময় টিভি, আরটিভি, চ্যানেল২৪, ইত্তেফাক, দেশ টিভি, একাত্তর টিভি) প্রতিবেদন বিশ্লেষণ করেও শেখ হাসিনার পক্ষে সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের কোনো স্লোগান দিতে দেখা যায়নি। 

জাতীয় দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদন থেকে জানা যায়, গেল কয়েকদিন ধরেই কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণে নুনিয়াছড়া এলাকা ও নৌ টার্মিনাল স্থাপনে বাঁকখালীর ভরাট অংশে গড়ে উঠা অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলছে। ইতোমধ্যে কয়েক শত একর জমি দখলমুক্ত হয়েছে। বাঁকখালীর অবৈধ দখল উচ্ছেদের সেদিন ছিল ৫ম দিন। নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে শত শত মানুষ সেদিন সড়ক অবরোধ করে। এসময় শহরের বিমানবন্দর সড়কের ঘুনগাছতলা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে লোকজনকে সড়ক অবরোধ করতে দেখা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনাকে নিয়ে স্লোগানের নয়।   

সুতরাং, সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে কক্সবাজারে রাজপথে জনতার স্লোগান দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img