আ. লীগের দলীয় কার্যক্রম বিষয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে এআই ভিডিও প্রচার 

সম্প্রতি ‘শেখ হাসিনার মেয়ে পুতুল দল নিয়ে কথা বললেন, কর্মীদের কাছে থেকে নিতে চাইলেন পরামর্শ।’ ও ‘আমরা কর্মী ভিত্তিক দল গঠন করব আর আত্মীয় ভিত্তিক দল নয়।’ ক্যাপশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।  

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সায়মা ওয়াজেদ পুতুলের কথিত এই বক্তব্যের দৃশ্যটি আসল নয়। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের বিষয়ে বক্তব্য প্রদান করলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়া অবধারিত। তবে, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ নভেম্বর ‘Regional Director Saima Wazed’s remarks at Regional Commemoration of #WorldDiabetes Day 2024’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর আংশিক সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয় ভিডিওতে সায়মা ওয়াজেদের পোশাক, অনুষঙ্গ ও পারিপার্শ্বিকতার মধ্যে মিল রয়েছে। 

তবে উভয় ভিডিওতে থাকা অডিও ক্লিপের বিষয়বস্তু ভিন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিডিওটিতে সায়মা ওয়াজেদ সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান হিসেবে ২০২৪ সালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে তার বক্তব্য প্রদান করেছে। উক্ত ভিডিওতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ বিষয়ে এবং এর কর্মীদের থেকে পরামর্শ চাওয়া প্রসঙ্গে কোনো কথা বলেননি। 

এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে আলোচিত ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এতে একটি সূক্ষ্ম অসঙ্গতি দেখা যায়। ভিডিওতে সায়মা ওয়াজেদ পুতুলের দাঁতের গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা স্বাভাবিক মানুষের দাঁতের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পরবর্তীতে, ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘সিন্থআইডি’ ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ বসায়, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুল দিয়ে সহজেই শনাক্ত করা যায়। বুম বাংলাদেশের সহায়তায় ভিডিওটি ‘সিন্থআইডি’ দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এর অডিও অংশে ‘সিন্থআইডি’ সংকেত রয়েছে। এটি নিশ্চিত করে যে, ভিডিওর অডিও অংশ গুগলের জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

Screenshot: SynthID

অর্থাৎ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্যের ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের বিষয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img