সম্প্রতি, ‘আওয়ামী লীগের উপর আঘাত আসলে জবাব দিবে বিএনপি’ শীর্ষক মন্তব্যটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মন্তব্যটি রুহুল কবির রিজভী করেননি। প্রকৃতপক্ষে, উক্ত মন্তব্যটি রুহুল কবির রিজভীর দাবিতে প্রথমে একটি স্যাটায়ার পেজ থেকে প্রচার করা হয়, যা পরবর্তীতে সত্য দাবিতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাত খুঁজতে গিয়ে দেখা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫০ মিনিটে উক্ত দাবিটি ‘Jamanat Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে করা হয়, যা এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্ট হিসেবে প্রতীয়মান হয়।

পরবর্তীতে উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি প্যারোডি বা স্যাটায়ার পেজ৷ এমনকি, পেজের অ্যাবাউট সেকশনে উল্লেখ রয়েছে এটি স্যাটায়ার বা প্যারোডি পেজ৷

এছাড়া, বিএনপি এমন কোনো মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘আওয়ামী লীগের উপর আঘাত আসলে জবাব দিবে বিএনপি’- শীর্ষক মন্তব্য রুহুল কবীর রিজভীর দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamanat Tv- Facebook Post
- Jamanat Tv- Facebook Page