গত ৬ সেপ্টেম্বর দুপুরে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য এবং এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামিক বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে ৪ নম্বর আসামি করে গত ০৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।
এরই প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর থেকে ‘গতকাল তাহেরী হুজুরকে গ্রাফতার করলো পুলিশ’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, একটি ভিন্ন ঘটনার ভিডিওকে তাহেরীকে গ্রেফতার দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Sheikh Tanbir Hossain Arif নামক ইউটিউব চ্যানেলে গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি ০৬ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভ্যর্থনার দৃশ্য।
উক্ত তথ্যের সূত্র ধরে অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এর ফেসবুক পেজে গত ০৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, সেদিন পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন আলোচিত ইসলামিক বক্তা মাওলানা তাহেরী। সেখানে তাকে ঘিরে উৎসুক জনতার ভীড় দেখা যায় এবং একাধিক পুলিশ কর্মী নিরাপত্তা দিয়ে তাকে অনুষ্ঠানের মঞ্চে পৌঁছে দেয়।
পরবর্তীতে, একাধিক গণমাধ্যম সূত্রে (১, ২) গত ০৬ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া আয়োজিত ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মাওলানা তাহেরীর উপস্থিতির তথ্য পাওয়া যায়৷
অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ইসলামিক বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে পুলিশের গ্রেফতার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Barta24 – Facebook Post
- Sheikh Tanbir Hossain Arif – YouTube Video
- Kalbela News – ঈদে মিলাদুন্নবীতে গিয়াস উদ্দিন তাহেরী
- Channel 24 – সোহরাওয়ার্দী উদ্যানে গজল গাইলেন তাহেরী