রাজাকারের নাতিপুতিদের পালানোর দৃশ্য দাবিতে ২০১৩ সালের ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সম্প্রতি রাজাকারের নাতিপুতিদের পালানো শুরু হয়ে গেছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে

ফেসবুকে প্রকাশিত এই ভিডিওটি ১৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনার একটি দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।    
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর International Crimes Strategy Forum (ICSF) এর চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner 

একাত্তর টিভির মূল ফুটেজ পাওয়া না গেলে ইউটিউবে আরো একাধিক চ্যানেলে এই ভিডিও ফুটেজটি পাওয়া যাচ্ছে যেগুলোতেও বলা হচ্ছে যে এটি ২০১৩ সালের ভিডিও।   

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৩ সালের ভিন্ন ঘটনার।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। তারা ১৩ দফা দাবি উত্থাপন করে এবং সমাবেশ শেষে অবস্থান কর্মসূচিতে যায়। রাতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে সমাবেশকারীদের সরিয়ে দেয়। এ ঘটনায় সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। ঘটে হতাহতের ঘটনাও। 

সুতরাং, রাজাকারের নাতিপুতিদের পালানোর সাম্প্রতিক দৃশ্য দাবিতে ২০২৩ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img