সাতক্ষীরায় আ’লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্য এটি। 

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে

টিকটকে প্রকাশিত এই ভিডিওটি প্রায় ২০ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালে বগুড়ায় আ’লীগের মিছিলের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাতক্ষীরার সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০২৩ সালের ৩০ জুলাই বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের দৃশ্য এটি।

Comparison: Rumor Scanner 

একইদিন ভিডিওটি তার ফেসবুক পেজেও খুঁজে পাওয়া যায়।   

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের।  

সুতরাং, সম্প্রতি সাতক্ষীরায় আ’লীগের মিছিলের দৃশ্য দাবিতে ২০২৩ সালের বগুড়ার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img