গত, ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয় ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। এরই প্রেক্ষিতে, “জাবি ক্যাম্পাস দখলে নিয়েই বামাতিদের শা’ওয়ামা’য়াওয়া ছিঁড়ে দিচ্ছে শি’বির” ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রাম প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির কর্তৃক বাম সংগঠের নেতাকর্মীদের মারধরের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে ২০২৪ সালে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী সোহাগী সামিয়ার ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছবিটির রিভার্স সার্চ করে ‘Tanjil Ahammod Siddiqui’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত পোস্টে দাবি করা হয়, উক্ত ছবিটি ২০২৪ সালের ১৪ জুলাইয়ের।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ লাইভের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কোটা সংস্কার নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় স্লোগান দেয়ায় কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের জেরা ও মোবাইল ফোন চেক করার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় আন্দোলনকারীদের ৪ জন সহ অন্তত ৫ জন আহত হয়। হামলার ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে আহসান লাবিব, সোহাগি সামিয়া, তৌহিদ সিয়াম ও মেহরাব সিফাতসহ একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। এদের মধ্যে আহসান লাবিবকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সোহাগী সামিয়াকে এনাম মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
উল্লেখ্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেত্রী সোহাগী সামিয়ার ফেসবুক অ্যাকাউন্টেও সাম্প্রতিক সময়ে শিবিরের সাথে সংঘর্ষ কিংবা তার আহত হওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ (১, ২, ৩) প্রচার করা হয়।
অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং ছবিতে থাকা বাম সংগঠনের এই নেত্রীর আহতের ঘটনার সাথেও শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।
সুতরাং, ২০২৪ সালে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় আহত বাম সংগঠনের নেত্রী সোহাগী সামিয়ার ছবিকে সাম্প্রতিক সময়ে শিবিরের হামলায় আহত হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Tanjil Ahammod Siddiqui – Facebook Post
- BD24LIVE – জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা