জাপানে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আ’লীগ সমর্থকদের হামলার ভুয়া দাবি

এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স এবং জাপানের প্রবাসীদের আমন্ত্রণে টোকিও ও ওসাকা শহরে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে জাপান সফরে গিয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। গত ১২ সেপ্টেম্বর দলটি জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।

এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘জাপানে জয় বাংলা স্লোগান দিয়ে সারজিস এর উপর হামলা এবং গণধোলাই’ ক্যাপশনে জাপানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা হামলা করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাপানে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জাপানে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকদের হামলার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, যুক্তরাজ্যের ভিন্ন কিছু ঘটনার ছবি সম্পাদনা করে ও ভিডিও ফুটেজ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে যুক্ত ভিডিও ফুটেজ ও ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ভিডিও যাচাই-১

এই ফুটেজে একজন উপস্থাপিকাকে ‘জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। এসময় জাপানে পরিকল্পিতভাবে সারজিস আলমের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়’ বলতে শোনা যায়। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১২ সেপ্টেম্বর ‘জাপানের টোকিওতে পৌঁছেছে এনসিপি’র প্রতিনিধি দল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজের আংশিক মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওতে সংবাদ উপস্থাপিকাকে “জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।…” বলতে শোনা যায়। এই বক্তব্য থেকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।’ এবং ‘বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।’ অংশটি কর্তন করা হয় এবং এর স্থলে ‘এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।’ অংশটিতে ‘পরিকল্পিতভাবে সারজিস আলমের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়’ সূচক বক্তব্যের একটি ভিন্ন অডিও যুক্ত করা হয়৷ 

যমুনা টিভির ভিডিও প্রতিবেদনে জাপানে সারজিস আলমের ওপর হামলার কোনো তথ্য পাওয়া যায়নি৷ 

ভিডিও যাচাই-২

এ বিষয়ে অনুসন্ধানে অস্ট্রেলিয়ার গণমাধ্যম 7NEWS এর ইউটিউব চ্যানেলে গত ২৭ মে ‘Car ploughs through crowd at Liverpool football parade’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির দ্বিতীয় ফুটেজের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, গত ২৬ মে যুক্তরাজ্যের লিভারপুলে ফুটবল দল লিভারপুল এফসির জয় উদযাপনের প্যারেডের সময় সমর্থকদের ভিড়ের মধ্যে মানুষের ওপর একটি গাড়ি চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় চার শিশুসহ কয়েক ডজন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে পুলিশ আসার পর দুর্ঘটনা ঘটানো গাড়ির সামনে বিক্ষুদ্ধ জনতার সাথে পুলিশের বাকবিতন্ডায় একটি ফুটেজ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

অর্থাৎ, আলোচিত ফুটেজটি জাপানে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার নয়৷ 

ছবি যাচাই – ১

এ বিষয়ে অনুসন্ধানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে গত ২৭ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত প্রথম ছবিটির আংশিক মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

প্রতিবেদনে সংযুক্ত ছবিটিতে দেখা যায়, গত ২৬ মে লিভারপুল এফসির জয় উদযাপন প্যারেডে গাড়ি চাপার ঘটনায় আহত এক ব্যক্তিকে দুজন উদ্ধারকর্মী মিলে সরিয়ে নিচ্ছেন। 

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ছবিতে আহত ব্যক্তির মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে সারজিস আলমের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

ছবি যাচাই – ২

এ বিষয়ে অনুসন্ধানে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম Erem News এর ওয়েবসাইটে গত ২২ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দ্বিতীয় ছবিটির আংশিক মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

প্রতিবেদনে সংযুক্ত ছবিটির শিরোনাম থেকে জানা যায়, এটি দেশজুড়ে অভিবাসী-বিরোধী দাঙ্গার পর লন্ডনের বাসিন্দাদের উগ্র ডানপন্থী দাঙ্গা থামানোর চেষ্টায় জড়ো হওয়ার চিত্র। 

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ছবিতে ‘STAND UP TO RACISM | REFUGEES WELCOME | Stop the far right’ লিখিত একটি প্ল্যাকার্ডের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে সারজিস আলমের একটি ক্রস চিহ্ন দেওয়া ছবি প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

এছাড়া, গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর জাপানের টোকিওতে বাংলাদেশের দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে  আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, জাপানে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জাপানে থাকা আওয়ামী লীগ সমর্থকদের হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img