সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের দৃশ্য এটি।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
একই দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
ফেসবুকে ইতোমধ্যেই এই ভিডিওটি ২ লক্ষ ৯৫ হাজারেরও বেশি বার এবং টিকটকে প্রায় ৪২ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২১ সালে রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগের মিছিলের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০২১ সালের ২৮ মার্চ Sohra tv নামের একটি চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, সে বছরের ২৭ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের শত শত নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল এ অংশ নেয়।

একই বছরের ২৬ মার্চ ছাত্রলীগের প্যাডে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকেও এই মিছিলের তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২১ সালের।
সুতরাং, রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২১ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sohra tv: ছাত্রলীগের আজকের বিক্ষোভ মিছিল